For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীরভূমের জেলা শাসকের দফতরে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

বীরভূমের জেলা শাসকের দফতরে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

বীরভূমের জেলা শাসকের দফতরে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের অধীনে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করতে হবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বীরভূমের জেলা শাসকের দফতরে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

বিজ্ঞপ্তি নম্বর : 335A/MGNREGA/2021

মোট শূনপদ : ২

কোন কোন শূন্যপদ
১) ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (এনআরএম)

২) ডিস্ট্রিক্ট জিআইএস এক্সপার্ট

কোথা থেকে আবেদন : রাজ্যের যে কোনও প্রান্ত থেকে আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা
১) ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (এনআরএম) - সিভিল/এগরিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক + পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা।

২) ডিস্ট্রিক্ট জিআইএস এক্সপার্ট - জিওগ্রাফিক ইনফরমেশান সায়েন্সে এমটেক/এমই/এমএসসি এবং অন্যান্য। তিন বছরের কাজ করার অভিজ্ঞতা।

বয়সসীমা
১) জেনারেল - ২৫ থেকে ৪০ বছর।

২) ওবিসি - ২৫ থেকে ৪৩ বছর।

৩) এসসি/এসটি - ২৫ থেকে ৪৫ বছর।

বেতন
১) ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (এনআরএম) - প্রতি মাসে ৭৫ হাজার টাকা।

২) ডিস্ট্রিক্ট জিআইএস এক্সপার্ট - প্রতি মাসে ৭০ হাজার টাকা।

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা

২) কম্পিউটার টেস্ট

৩) ভিভি টেস্ট

গুরুত্বপূর্ণ দিন

১) আবেদন জমা দেওয়া শুরু - ১৯/০৭/২০২১

২) আবেদনের শেষ দিন - ২৮/০৭/২০২১

কীভাবে আবেদন
১) অনলাইনে আবেদন করতে হবে।

২) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

৩) আরও বিস্তারিত জানতে https://drive.google.com/file/d/1DJwIGXm6ZsYMdqencemGhfycOyrlQmur/view লিঙ্কে ক্লিক করুন।

৪) http://www.birbhum.gov.in/ ওয়েবসাইটেও বিস্তারিত জানা যাবে।

English summary
Panchayet staffs will be recruited in Burbhum's District Magistrate Office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X