For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের পাওয়ার গ্রিড কর্পোরেশনে সহস্রাধিক অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

ভারতের পাওয়ার গ্রিড কর্পোরেশনে সহস্রাধিক অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

পাওয়ার গ্রিড কর্পোরেশেন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতের পাওয়ার গ্রিড কর্পোরেশনে সহস্রাধিক অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

মোট শূন্যপদ : ১১১০

কোন কোন শূন্যপদ
১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস

২) এইচআর এগজিকিউটিভ

কোথায় কত শূন্যপদ
১) ইস্টার্ন রিজিয়ন দুই কলকাতা - ৭৪

২) গুরগাঁওয়ের কর্পোরেট সেন্টার - ৪৪

৩) নর্দার্ন রিজিয়ন ওয়ান ফরিদাবাদ - ১৩৪

৪) নর্দার্ন রিজিয়ন দুই জম্মু - ৮৩

৫) নর্দার্ন রিজিয়ন তিন লখনৌ - ৯৬

৬) ইস্টার্ন রিজিয়ন এক পাটনা - ৮২

৭) নর্থ ইস্টার্ন রিজিয়ন শিলং - ১২৭

৮) ওড়িশা প্রোজেক্ট ভুবনেশ্বর - ৫৩

৯) ওয়েস্টার্ন রিজিয়ন এক নাগপুর - ১১২

১০) ওয়েস্টার্ন রিজিয়ন দুই বরোদা - ১১৫

১১) সাদার্ন রিজিয়ন এক হায়দরাবাদ - ৭৬

১২) সাদার্ন রিজিয়ন দুই বেঙ্গালুরু - ১১৪

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা : ইলেক্ট্রিক্যাল ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই, ইলেক্ট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, বিই, বিটেক ডিগ্রি সহ অন্যান্য। (ট্রেড অনুযায়ী যোগ্যতার সম্পূর্ণ তালিকা বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে)।

স্টাইপেন্ড : প্রতি মাসে ১১ হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকা। (এ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে)।

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করা যাবে।

২) https://careers.powergrid.in/CCApprenticeShip/w/apply.aspx লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে।

৩) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

৪) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২০ অগাস্ট ২০২১

৫) https://www.powergrid.in/rolling-advertisement-enagagement-apprentices লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নোটিশটি দেখে নিন।

English summary
Over thousands Apprentice will be recruited in Power Grid Corporation of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X