For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্র সরকারের চাকরির ক্ষেত্রে এবার একটিই পরীক্ষা! তৈরি হচ্ছে অভিন্ন নিয়োগ সংস্থা, বিশদে জানুন

কেন্দ্র সরকারের চাকরির ক্ষেত্রে এবার একটিই পরীক্ষা! তৈরি হচ্ছে অভিন্ন নিয়োগ সংস্থা, বিশদে জানুন

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক, রেল বা স্টাফ সিলেকশনের পরীক্ষাকে এক ছাতার তলায় বাঁধতে ইতিমধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্রের মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশানাল রিক্রুটমেন্ট এজেন্সি বা জাতীয় নিয়োগ এজেন্সি তৈরির পরিকল্পনাও গ্রহণ করে। এবার থেকে কমন এলিজিবিলিট টেস্টের মাধ্যে যে কোনও কেন্দ্রীয় সরকারি পরীক্ষাই নেবে এই নয়া সংস্থা।

বুধবারই নতুন ঘোষণা প্রকাশ জাভড়েকরের

বুধবারই নতুন ঘোষণা প্রকাশ জাভড়েকরের

বুধবার এই ঘোষাণা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। অনেকরই ধারণা যে সকল যুবকরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য লাভজনক হতে চলেছে কেন্দ্রের এই সিদ্ধান্ত। যদিও ভিন্ন মত পোষণ করতে দেখা গেছে অনেককেই। এদিকে কেন্দ্রীয় সরকারের বর্তমানে ২০টি নিয়োগ সংস্থা আছে যার মধ্যে তিনটি সংস্থার পরীক্ষাকে সাধারণ হিসেবে বেছে নিয়ে কমন এলিজিবিলিটি টেস্ট বা সিআইটি পরিচালনা করা হবে বলে জানান কেন্দ্রীয় সচিব সি চন্দ্রমৌলি।

২০২১ সাল থেকেই পরীক্ষা শুরু পরিকল্পনা

২০২১ সাল থেকেই পরীক্ষা শুরু পরিকল্পনা

সূত্রের খবর, সিইটি-র মাধ্যমে ২০২১ সাল থেকেই পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। এরফলে পাবলিক সেক্টর এজেন্সিগুলিকে এখন থেকে একটিমাত্র অনলাইন এন্ট্রান্স টেস্ট নিতে বলে জানা যাচ্ছে। সিইটি-র মাধ্যমে গ্রুপ-বি ও গ্রুপ-সি বিভাগেই কর্মী নিয়োগ করা হবে। সাধারণ ভাষায়, এই দুই বিভাগ নন-গেজেটেড।

নন-গেজেটেড পদে নিয়োগের জন্য তৈরি হল অভিন্ন নিয়োগ বোর্ড

নন-গেজেটেড পদে নিয়োগের জন্য তৈরি হল অভিন্ন নিয়োগ বোর্ড

নতুন এই কেন্দ্রীয় নিয়মের ফলে সমস্ত নন-গেজেটেড পদে নিয়োগের জন্য তৈরি হয়েছে অভিন্ন নিয়োগ বোর্ড। এই নতুন নিয়মে ফলে নন টেকনিক্যাল পোস্টের জন্য স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ও ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের প্রথম স্তরের পরীক্ষা নেওয়ার প্রয়োজন হবে না। তবে চূড়ান্ত প্রার্থী বাছাই হবে দ্বিতীয় ও তৃতীয় স্তরের পরীক্ষার মাধ্যমে।

 ১২টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ

১২টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ

এর আগে যেখানে ২টি ভাষায় পরীক্ষা দিতে পারতেন চারকিপ্রার্থীরা এখন সেখানে এখন থেকে ১২টি ভাষার মাধ্যমে তাঁরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। কমন এলিজিবিটি টেস্ট পরীক্ষার মেধা তালিকা বা প্রাপ্ত নম্বর তিন বছরের জন্য বৈধ বলে গণ্য করা হবে।

কী রকম হচ্ছে চাকপরি প্রার্থীদের নির্বাচনের পদ্ধতি ?

কী রকম হচ্ছে চাকপরি প্রার্থীদের নির্বাচনের পদ্ধতি ?

বর্তমান নিয়ে প্রার্থীরা চাইলে একাধিকবার পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে চাকরি প্রার্থীর সেরা নম্বরটিকেই চাকরির মাপকাঠি হিসাবে যোগ্য বলে বিবেচনা করা হবে বলে সূত্রের খবর। এদিকে বর্তমানে এই তিন খাতে প্রতি বছর প্রায় ১ লক্ষ ২৫ হাজার সরকারি পদের জন্য পরীক্ষা গ্রহণ করা হয়। আনুমানিক ২.৫ কোটি পরীক্ষার্থী ফি বছর আবেদন করেন বলে কেন্দ্রীয় তথ্য অনুসারেই জানা যাচ্ছে।

English summary
only one common eligibility test in the whole country for bank rail or staff selection test know in detail in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X