For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

teacher jobs 2022: ইন্টারভিউয়ের মাধ্যমে শতাধিক শিক্ষক নিয়োগ, কোথায়-কীভাবে আবেদন রইল বিস্তারিত

teacher jobs 2022: ইন্টারভিউয়ের মাধ্যমে শতাধিক শিক্ষক নিয়োগ, কোথায়-কীভাবে আবেদন রইল বিস্তারিত

  • |
Google Oneindia Bengali News

Odisha Public Service Commission-এর মাধ্যমে সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষক নিয়োগ। স্কুলের বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক পদের জন্যে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন ধরে থমকে ছিল সমস্ত ধরনের নিয়োগ। পরিস্থিতি ঠিক হতেই ফের একবার নিয়োগ (OPSC PGT Recruitment 2021) হতে চলেছে। ইতিমধ্যে Odisha Public Service Commission-এর মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। খুব শিঘ্রই শিক্ষক পদের জন্যে এই নিয়োগ শুরু হবে।

শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২

শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২

Odisha Public Service Commission এই সংক্রান্ত নিয়োগ করবে। এই সংক্রান্ত পদের জন্যে আবেদন প্রক্রিয়া ১৮ ডিসেম্বর ২০২১ থেকে (OPSC PGT Recruitment 2021) শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইট opsc.gov.in -এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২ সাল। তবে রেজিস্টার আবেদন সাবমিট করার শেষ তারিখ ৯ জানুয়ারি ২০২২।

মোট ৩৩৫টি পদের জন্যে নিয়োগ

মোট ৩৩৫টি পদের জন্যে নিয়োগ

ইতিমধ্যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পিজিটি'র মোট ৩৩৫টি পদের জন্যে নিয়োগ হতে চলেছে। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (OPSC PGT Recruitment 2021) বিস্তারিত দেখতে হলে ক্লিক করতে হবে https://www.opsc.gov.in/Public/Pages/Post_detail_information- এই লিঙ্কে। আবেদনের আগে বিস্তারিত ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে আবেদন করুন। আবেদনের ক্ষেত্রে কোনও ভুল বাতিল হতে পারে আবেদন প্রক্রিয়া।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

এই পদের জন্যে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। দেশের কোনও মান্যতাপ্রাপ্ত (OPSC PGT Recruitment 2021) বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি থাকতে হবে আবেদনকারীকে। শূধু তাই নয়, আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ের উপর বিএড পাশ করতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার পরেই আবেদন করে ফেলুন।

বয়সসীমা

বয়সসীমা

এই পদের জন্যে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ২১ বছর। তবে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যায়। তবে সংরক্ষিত ক্ষেত্রে বয়সে সরকারি নিয়ম অনুযায়ী একাধিক ছাড় দেওয়া হয়েছে।

জরুরি তথ্য

জরুরি তথ্য

ওডিশার স্কুলে OPSC PGT Recruitment 2021 এই নিয়োগ হবে। আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া প্রয়োজন। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি মাসের ১৮ ডিসেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ ২ জানুয়ারি ২০২২ সাল। opsc.gov.in- এই ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে ক্লিক করে বিস্তারিত জেনে নিন

কীভাবে আবেদন করবেন?

কীভাবে আবেদন করবেন?

সবার আগে আবেদনকারীকে গুগলে গিয়ে opsc.gov.in ওয়েবসাইটটি খুলতে হবে। হোম পেজে Apply Online বলে একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করতে হবে। News User লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে দেওয়া নির্দেশগুলি ভালো ভাবে পড়তে হবে। এরপর Proceed to Registration অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর এখানে বেশ কিছু জরুরি এবং প্রমান্য নথি আপলোড করতে বলবে। সেই মতো তা করতে হবে। আবেদন শুল্ক দিতে হবে। এরপর সাবমিট করতে হবে। তবে অবশ্যই তা সাবমিট করে প্রিন্ট আউট নিতে হবে।

English summary
Odisha teacher jobs details in bengali, apply online
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X