For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NITI Aayog-এ চাকরি করতে চান? জানুন কেমন ভাবে এই সংস্থাতে নিয়োগ! যোগ্যতাই বা কি প্রয়োজন

ভারতে ২০১৫ সালে যোজনা আয়োগের জায়গাতে নীতি আয়োগ তৈরি হয়েছিল। এর মাধ্যমে সরকার দেশের উন্নয়ন এবং বিকাশের জন্যে একাধিক যোজনা তৈরি করে থাকে। ভারতের নীতির উপর যারা বিশ্বাস রাখেন তাঁদের জন্যে অবশ্যই ভালো খবর।

  • |
Google Oneindia Bengali News

How to Join NITI Aayog, NITI Aayog Recruitment Job Vacancies: ভারতে ২০১৫ সালে যোজনা আয়োগের জায়গাতে নীতি আয়োগ তৈরি হয়েছিল। এর মাধ্যমে সরকার দেশের উন্নয়ন এবং বিকাশের জন্যে একাধিক যোজনা তৈরি করে থাকে। ভারতের নীতির উপর যারা বিশ্বাস রাখেন তাঁদের জন্যে অবশ্যই ভালো খবর।

নীতি আয়োগ মাঝে মধ্যেই আর্থিক আধিকারিক, অফিসার সহ একাধিক পদের জন্যে নিয়োগ করে থাকে। এই বিষয়ে আয়োগের তরফে মাঝে মধ্যেই বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্ত্য নীতি আয়োগের চাকরি পেতে কোন যোগ্যতা প্রয়োজন হয়ে থাকে?

যোগ্যতা-

যোগ্যতা-

সিনিয়র রিসার্চ অফিসার কিংবা রিসার্চ অফিসার সহ বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ করা হয়। তবে এই শূন্যপদে আবেদনের জন্যে আবেদনকারীকে নুন্যতম মাস্টার ডিগ্রি থাকতেই হবে। যে কোনও বিষয়ে এই ডিগ্রি থাকতে হবে। এছাড়াও এমবিবিএস কিংবা ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত পড়াশুনা থাকলেও আবেদন করা যাবে। আর্থিক সংক্রান্ত কোনও অফিসার হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনও ভালো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করতে হবে। তবে অর্থ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত পড়াশুনা না থাকলে আবেদন গ্রাহ্য হবে না। এছাড়াও আরও বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে। সেগুলি বিস্তারিত বিজ্ঞপ্তি তে জেনে নিতে হবে।

নীতি আয়োগে বেতন কীভাবে?

নীতি আয়োগে বেতন কীভাবে?

নীতি আয়োগ দেশের অন্যতম বড় সংস্থান। যা কিনা খোদ দেশের প্রধানমন্ত্রী নেতৃত্ব দিয়ে থাকেন। এর সদস্য বড় কোনও মন্ত্রী হয়ে থাকেন। ফলে এই সংস্থাতে কর্মরত আধিকারিকদের বেতন ভালো হয় বলেই খবর। সিনিয়র রিসার্চ অফিসার কিংবা রিসার্চ অফিসার সহ বেশ কয়েকটি পদে যোগ্য প্রার্থীদের বেতন প্রায় 1,25,000 থেকে 1,05,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর্থিক সংক্রান্ত কোনও অফিসার হিসাবে যোগ্য প্রার্থীকে 85,000 টাকা মাসে। ডিরেক্টর পদে যোগ্য প্রার্থীকে মাসে 2,15,900 বেতন দেওয়া হয়ে থাকে। এছাড়াও আরও বেশ কিছু আরও পোস্ট আছে। যেখানে মোটা অঙ্কের বেতন দেওয়া হয়ে থাকে।

কীভাবে করবেন আবেদন-

কীভাবে করবেন আবেদন-

নীতি আয়োগে আবেদন করতে চাইলে সবাই প্রথমে তাঁদের সরকারি ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে থাকা ই-রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে রেজিস্টার এবং লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এরপর নীতি আয়োগ যে পোস্টে নিয়োগ করবে সেই অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি আলাদা আবেদন ফর্ম খুলে যাবে। এবং তা জমা দিতে হবে। সমস্ত ফর্ম ফিলাপ করে আবেদন ফি জমা দিতে হবে। এরপর তা সাবমিট করে দিতে হবে। তবে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

কোন অধিকারে জীবনের আট বছর নষ্ট? প্রশ্ন তুলে কালীঘাটে তুমুল বিক্ষোভ চাকরীপ্রার্থীদের কোন অধিকারে জীবনের আট বছর নষ্ট? প্রশ্ন তুলে কালীঘাটে তুমুল বিক্ষোভ চাকরীপ্রার্থীদের

English summary
NITI Aayog Recruitment Job Vacancies: Want to get a job in NITI AYOG, know how to get the job
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X