For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানবাহিনীতে অগ্নিবীর নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হল, জেনে নিন সমস্ত তথ্য

বিমানবাহিনীতে অগ্নিবীর নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হল , জেনে নিন সমস্ত তথ্য

Google Oneindia Bengali News

ভারতীয় বায়ুসেনার জন্য অগ্নিবীরদের প্রথম ব্যাচের রেজিস্ট্রেশন শুক্রবার শুরু হল । এরপরে জবে পরীক্ষা। ওই পরীক্ষা অনলাইনে হবে। আজ থেকে ঠিক ঠিক এক মাস পরে ২৪ জুলাি এই পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। এয়ার মার্শাল এস কে ঝা বলেন, "অগ্নিবীরদের প্রথম ব্যাচের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ ২৪ জুন থেকে শুরু হল। প্রথম ধাপের অনলাইন পরীক্ষার প্রক্রিয়া ২৪ জুলাই শুরু হবে। প্রথম ব্যাচ ডিসেম্বরের মধ্যে নথিভুক্ত হবে এবং ৩০ ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ শুরু হবে,"।

কী বলেছেন এয়ার মার্শাল ?

কী বলেছেন এয়ার মার্শাল ?

এয়ার মার্শাল এস কে ঝা বলেন, "অগ্নিবীরদের প্রথম ব্যাচের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ ২৪ জুন থেকে শুরু হল। প্রথম ধাপের অনলাইন পরীক্ষার প্রক্রিয়া ২৪ জুলাই শুরু হবে। প্রথম ব্যাচ ডিসেম্বরের মধ্যে নথিভুক্ত হবে এবং ৩০ ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ শুরু হবে,"।

দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ

দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ

একবার আইএএফ-এ নথিভুক্ত হলে, অগ্নিবীররা চার বছরের জন্য এয়ার ফোর্স অ্যাক্ট ১৯৫০ এর অধীনে সমস্ত সুযোগ সুবিধা পাবেন। ভারতীয় বিমান বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, "সমসাময়িক প্রযুক্তি ব্যবহার করে, প্রশিক্ষণ দিয়ে, ক্যাম্পাস ইন্টারভিউ করে, দেশের সমস্ত অংশ থেকে প্রার্থীদের অগ্নিবীর হিসাবে নথিভুক্ত করার চেষ্টা করা হবে।"

বাছাই প্রক্রিয়া

বাছাই প্রক্রিয়া

বিবৃতিতে যোগ করা হয়েছে যে অগ্নিবীর আইএএফ-এ একটি আলাদা র‍্যাঙ্ক তৈরি করবে। ১৮ বছরের কম বয়সী অগ্নিবীরদের জন্য, বর্তমান বিধান অনুসারে, নথিভুক্তকরণ ফর্মে পিতামাতা বা অভিভাবকদের স্বাক্ষর করতে হবে। বাছাই প্রক্রিয়া দুটি ধাপে অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র যে প্রার্থীরা ফেজ ১ ক্লিয়ার করেছেন তারাই ফেজ ২-এ উপস্থিত হওয়ার যোগ্য হবেন।

বিশদ বিজ্ঞপ্তি

বিশদ বিজ্ঞপ্তি

বিমান বাহিনী সম্প্রতি একটি বিশদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে এই অগ্নিবীর হওয়ার যোগ্যতার মানদণ্ড, পরীক্ষার ফি, শর্তাবলী, বয়স সীমা, চিকিৎসা মান, বেতন, বীমা এবং ফেজ ১ এবং ফেজ ২ নির্বাচন প্রক্রিয়ার পদ্ধতি সহ আর্থিক সুবিধা সবকিছু সম্বন্ধে বলা হয়েছে। আইএএফ ছাড়াও, সেনাবাহিনী এই প্রকল্পের অধীনে অগ্নিবীরদের নিয়োগের জন্য ২০ জুন একটি বিজ্ঞপ্তি জারি করে , যেখানে বেতন প্যাকেজ, পরিষেবার শর্তাবলী, যোগ্যতা ইত্যাদি সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছিল।

নৌবাহিনীর জন্য, ২৫ জুনের মধ্যে নির্দিষ্ট নিয়োগের নির্দেশিকা জারি করা হবে, ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠি ১৯ জুন এই কথা বলেছিলেন। ২১ নভেম্বর থেকে প্রথম নৌবাহিনী 'অগ্নিবীর' ওডিশার চিল্কার ঘাঁটিতে প্রশিক্ষণ শুরু করবে, বলে জানিয়েছিলেন তিনি। মহিলা এবং পুরুষ উভয় 'অগ্নিবীর' নিয়োগ করা হবে এবং মহিলা 'অগ্নিবীর' যুদ্ধজাহাজেও মোতায়েন করা যেতে পারে, বলে তিনি যোগ করেছিলেন।

স্থলবাহিনীর জন্য এই রেজিস্ট্রেশন আগেই হয়ে গিয়েছে। গত ২০ জুন হয় রেজিস্ট্রেশন। তবে এই প্রকল্প নিয়ে দেশে যে ব্যাপক বিতর্ক সেখান থেকে যে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছিল তা আপাতত স্তিমিত। তবে এটা নজরে থাকবে যে এত বিতর্ক এবং সমস্যার পরেও কতজন এই অগ্নিবীর হওয়ার ঝুঁকি নিলেন।

PT Teacher Recruitment: শারীরিক শিক্ষক পদে ৫ হাজারে বেশি শূন্যপদে নিয়োগ, আবেদন ঘরে বসে PT Teacher Recruitment: শারীরিক শিক্ষক পদে ৫ হাজারে বেশি শূন্যপদে নিয়োগ, আবেদন ঘরে বসে

English summary
IAF's agneeveer registration starts from today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X