For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ'য়ে শ'য়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স! আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি

অ্যাপ্রেন্টিস (apprentice) অ্যাক্ট অনুযায়ী ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স (Hindustan Aeronautics)। দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে কয়েকশো অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা জানিয়ে

  • |
Google Oneindia Bengali News

অ্যাপ্রেন্টিস (apprentice) অ্যাক্ট অনুযায়ী ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স (Hindustan Aeronautics)। দুটি আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে কয়েকশো অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা জানিয়েছে তারা। অনলাইনে ২০২২-এর ১০ অগাস্টের মধ্যে এই আবেদন করতে হবে।

প্রথম বিজ্ঞপ্তি

প্রথম বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি নম্বর HAL/T&D/1614/2022-23/089-এ ফিটার, টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান মেকানিক্যাল, ইলেকট্রনিক্স মেকানিক, পেন্টার, শিট মেটাল ওয়ার্কার, মেকানিক মোটর ভেহিকল, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট,
ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক), স্টেনোগ্রাফার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক ট্রেনে ৪৫৫ জন আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা বলা হয়েছে।

যোগ্যতা

যোগ্যতা

এনসিভিটি কিংবা এসসিভিটি স্বীকৃত ট্রেডে আইটিআই পাশ হতে হবে। ট্রেনিংয়ের সময়ে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী স্টাইপেন্ড দেওয়ার কথাও বলা হয়েছে।
https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1615_CareerPDF1_ITI%20_advt_2022-23.pdf-এ ক্লিক করে এব্যাপারে বিস্তারিত জানা যাবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://www.apprenticeshipindia.gov.in/-এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।

দ্বিতীয় বিজ্ঞপ্তি

দ্বিতীয় বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি নম্বর HAL/T&D/1614/22-23/090-তে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে ৯৯ জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে।
এছাড়া অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এববং হোটেল ম্যানেজমেন্ট শাখায় ৭৯ জন ডিপ্লোমা অ্যাপ্রেন্সিস নিয়োগ করা কথা বলা হয়েছে।

যোগ্যতা

যোগ্যতা

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি এবং বাকিগুলির জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস। এক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতি মাসে ৯০০০ টাকা এবং ডিপ্লোমা
অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে প্রতিমাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া কথা বলা হয়েছে। https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1616_CareerPDF1_BOAT%20Add-2022-23.pdf-এ ক্লিক করলে পুরো বিষয়টি জানা যাবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

http://www.mhrdnats.gov.in/-এ দিয়ে আনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।

আরও ভুয়ো কোম্পানি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চোখে ঘুম নেই! ভাঙছেন অর্পিতা, ইডির জেরায় 'অবিচল' পার্থআরও ভুয়ো কোম্পানি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চোখে ঘুম নেই! ভাঙছেন অর্পিতা, ইডির জেরায় 'অবিচল' পার্থ

English summary
Natiinalised Hindustan Aeronautics Limited will recruit 633 apprentices.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X