For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Job News: SSC-র মাধ্যমে ১১ হাজারের বেশি নিয়োগের বিজ্ঞপ্তি! শুরু হয়েছে আবেদনপত্র জমার কাজ

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবলদার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এব্যাপারে সরাসরি স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৭ ফেব্রুয়ারি।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

মাল্টি টাস্কিং স্টাফ হিসেবে শূন্য পদের সংখ্যা প্রায় ১০৮৮০। হাবলদারের শূন্য পদের সংখ্যা ৫২৯। এর মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত পদ রয়েছে।

 বয়সসীমা

বয়সসীমা

বয়সসীমা ১৮ -২৭ বছরের মধ্যে। এব্যাপারে আবেদনকারীদের নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখে নিতে অনুরোধ করা হচ্ছে। তবে তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসিরা ৩ বছর শারীরিক প্রতিবন্ধী সাধারণ প্রার্থীরা ১০ বছর এবং ওবিসি ও এসসি-এসটিরা যথাক্রমে ১৩ ও ১৫ বছরের ছাড় পাবেন। বয়সে ছাড় রয়েছে প্রাক্তন সমরকর্মীদেরও।

 শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। যার ফলাফল বেরোতে হবে ১৭ ফেব্রুয়ারি, ২০২৩-এর আগেই। শিক্ষাগত যোগ্যতা ছাড়াও তাঁদের আরও কিছু শর্ত পূরণ করতে হবে।

 বেতন

বেতন

বেতন হবে সপ্তম বেতন কমিশনের পে লেভেল ওয়ান অনুযায়ী।

 আবেদন

আবেদন

এসএসসির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। https://ssc.nic.in/
সাধারণ প্রার্থীদের আবেদনের ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা করে। তবে মহিলা ও সংরক্ষিত প্রার্থীদের কোনও আবেদনের ফি দিতে হবে না। আবেদনকারীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে। তবে তার তারিখ এখনও জানানো হয়নি। আবেদনপত্র পূরণের পুরো প্রক্রিয়াটাই বর্ণনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদনকারীরা আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি পড়ে দেখতে ক্লিক করতে পারেন। https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_18012023.pdf

English summary
Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2022 through SSC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X