For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের প্রভাবে অধিকাংশ কর্মী ছাঁটাই হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেলস ও মার্কেটিংয়ে, দাবি সমীক্ষার

লকডাউনের প্রভাবে অধিকাংশ ছাঁটাই হয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেলস ও মার্কেটিংয়ে, দাবি সমীক্ষার

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে যে লকডাউন শুরু হয়েছে তার প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতির ওপর। বিশেষ করে কর্পোরেট সেক্টরে। মুম্বইয়ের চাকরির পোর্টাল বিগ ডট জবস জানিয়েছে যে গত একমাসে ছাঁটাইয়ের কবলে পড়েছে স্টার্ট আপসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ম্যানেজার, সেলস ও মার্কেটিংয়ের কর্মী এবং অপারেশনাল ভূমিকায় যাঁরা রয়েছেন সেই কর্মীরা।

একমাসে ছাঁটাই হয়েছে ৩ হাজার জন

একমাসে ছাঁটাই হয়েছে ৩ হাজার জন

কোভিড-১৯-এর জেরে যে মহামারি ও তার ফলস্বরূপ লকডাউনের কারণে গত একমাসে ভারতে তার প্রভাব পড়েছে ছাঁটাইয়ে, বিগ ডট জবস এই পুরো বিষয়টির ওপর নজর রেখেছে। কর্পোরেট ক্ষেত্রে ৩ হাজার ছাঁটাই কর্মীদের নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, কর্মীসংখ্যার থেকে ২৩ শতাংশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও পণ্য ম্যানেজার ছাঁটাই হয়েছে, ২৩ শতাংশ সেলস ও মার্কেটিং কর্মী ও অপারেশানাল কর্মী ছাঁটাই হয়েছে ২০ শতাংশ।

বহু অনলাইন সংস্থা ৩০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে

বহু অনলাইন সংস্থা ৩০ শতাংশ কর্মীকে ছাঁটাই করেছে

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন যে গত একমাসে ওয়ো, ব্লাকবাক, ট্রিবো, অ্যাকো, ফ্যাব হোটেলস, মিসো, শাটল, ক্যাপিলারি, নিকি ডট আই, সুইগি ও ফেয়ারপোর্টালের মতো বহু ইন্টারনেট ব্যবসা তাঁদের অস্থায়ী কর্মীসংখ্যা সহ ৩০ শতাংশ ছাঁটাই হয়েছে। বিগ ডট জবসের কর্ণধার হিমাংশু গিড বলেন, ‘‌কোভিড-১৯ সঙ্কটের সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পেশার ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। ইঞ্জিনিয়াররা হল খুব দামি সম্পদ এবং অনেক সংস্থাই তাঁদের প্রযুক্তিগত টিমে অতিরিক্ত কর্মী-সংখ্যা নিয়ে কাজ করছে, নতুন প্রজেক্টগুলিকে ধরে রাখার জন্য তাঁরা ইঞ্জিনিয়ারদের ছাঁটাই করছে।'‌

কোপ পড়ছে ইঞ্জিনিয়ারদের ওপর

কোপ পড়ছে ইঞ্জিনিয়ারদের ওপর

পরামর্শ ও সাধারণ পরিচালনার ভূমিকাগুলিতেও বেশ প্রভাব ফেলেছে, যদিও এড-টেক, গেমিং এবং আর্থিক পরিষেবাগুলির মতো ক্ষেত্রগুলি তাদের দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং আগ্রাসীভাব দেখাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সফটওষ্যার ইঞ্জিনিয়ারদের চাহিদাও বাড়ছে। এর কারণ হল সস্তার প্রতিভা ও স্বাস্থ্য ক্ষেত্র ও আভ্যন্তরিণ বিনোদনের ক্ষেত্রগুলিতে এইসব ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে এবং তার জন্য নিয়োগ বৃদ্ধি পেয়েছে।

সেলস ও মার্কেটিংয়ে ছাঁটাই

সেলস ও মার্কেটিংয়ে ছাঁটাই

সিএক্সও এবং ডিজাইনের ভূমিকাগুলিও পর্যবেক্ষণ করা হয়েছে। গিড বলেন, ‘‌সেলস এবং মার্কেটিংয়ে চাকরির ভূমিকা খোলার জন্য ছাঁটাই করা প্রার্থীদের অনুপাতের মধ্যে একটি ভাল মিল রয়েছে।'‌ তিনি জানিয়েছেন, অনলাইন গ্রসারির জায়গাগুলিতে সংস্থাগুলি এই ভূমিকাগুলির জন্য নিয়োগ করে। তবে বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের জন্য গ্রাহক সংক্রান্ত ব্যবসাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনও পর্যন্ত নতুন কোনও চাকরিরও সৃষ্টি হয়নি।

লকডাউন ৪.০: কলকাতা থেকে জেলায় বাস পরিষেবা চালু, শহরের রাস্তায় নামবে ট্রামওলকডাউন ৪.০: কলকাতা থেকে জেলায় বাস পরিষেবা চালু, শহরের রাস্তায় নামবে ট্রামও

English summary
The lockdown that has begun across the country due to the corona infection has begun to have an impact on the country's economy. Especially in the corporate sector.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X