For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম চালু থাকবে আরও ৫ বছর, সবকা সাথ, সবকা বিকাশের লক্ষ্যে বড় সিদ্ধান্ত মোদীর

ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম (National apprenticeship training Scheme) আরও ৫ বছর চালু রাখার সিদ্ধান্ত মোদী (Narendra Modi) সরকারের। এব্যাপারে একটি প্রস্তাব ক্যাবিনেটে (Cabinet) অনুমোদন পেয়েছে। এব্যাপারে প্রধানম

  • |
Google Oneindia Bengali News

ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম (National apprenticeship training Scheme) আরও ৫ বছর চালু রাখার সিদ্ধান্ত মোদী (Narendra Modi) সরকারের। এব্যাপারে একটি প্রস্তাব ক্যাবিনেটে (Cabinet) অনুমোদন পেয়েছে। এব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন ইকনোমিক অ্যাফেয়ার্স এই প্রকল্পে স্টাইপেন্ড্র জন্য ৩০৫৪ কোটি টাকারও অনুমোদন দিয়েছে। আগামী পাঁচবছর অর্থাৎ ২০২৬-এর ৩১ মার্চ পর্যন্ত সময়ের জন্য এই টাকা দেওয়া হয়েছে।

ট্রেনিং দেওয়া হবে ৯ লক্ষ জনকে, স্টাইপেন্ড ৮ থেকে ৯ হাজার টাকা

ট্রেনিং দেওয়া হবে ৯ লক্ষ জনকে, স্টাইপেন্ড ৮ থেকে ৯ হাজার টাকা

শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীনে প্রায় ৯ লক্ষ শিক্ষানবিশকে ট্রেনিং দেওয়া হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমে। যেসব শিক্ষানবিশ স্নাতক সম্পূর্ণ করেছে এবং ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিস, সায়েন্সে এবং কমার্সে ডিপ্লোমা করেছে, তাঁদেরকে যথাক্রমে ৯ হাজার এবং ৮ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

সরকারি ঘোষণা

সরকারি ঘোষণা

ক্যাবিনেট কমিটি অন ইকনোমিক অ্যাফেয়ার্সের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, সরকারের তরফে ৩ হাজার কোটি টাকার বেশি খরচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী ৫ বছর সময়ের জন্য। এই খরচ আগেকার ৫ বছরের তুলনায় ৪.৫ গুণ বেশি। এই বর্ধিত ব্যয় জাতীয় শিক্ষা নীতি ২০২০-র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও দাবি করা হয়েছে সরকারের তরফে।

বিবৃতিতে বলা হয়েছে এই স্কিম উদীয়মান শিল্প যেমন মোবাইল তৈরি, মেডিক্যাল সরঞ্জাম তৈরি, ফার্মা, ইলেকট্রনিক্স দ্রব্য এবং অটোমোবাইল শিল্পকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও এই স্কিম গতিশক্তির অধীনে চিহ্নিত কানেক্টিভিটি এবং লজিস্টিকস খাতের জন্যও দক্ষ মানবসম্পদ তৈরি করবে।

সবকা সাথ, সবকা বিকাশ...

সবকা সাথ, সবকা বিকাশ...

কেন্দ্রীয় সরকারের স্লোগান হল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। সেদিকে লক্ষ্য রেখেই ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমকে ইঞ্জিনিয়ারিং ছাড়াও হিউম্যানিটিস, সায়েন্স এবং কমার্সের ছাত্রছাত্রীদের জন্য সুযোগ বাড়ানো হয়েছে। এই স্কিমের লক্ষ্যই হল দক্ষতার মান বৃদ্ধি করা। যার জেরে আগামী ৫ বছরে সাতলক্ষের বেশি যুবকযুবতী কাজের সুযোগ পাবেন।

ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম

ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিম

এর অধীনে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। দেশের সব ধরনের শিক্ষার্থীদের সুবিধার জন্য অনেক ধরনের দক্ষতা বৃদ্ধির সুযোগ রয়েছে এই স্কিমে। এই স্কিমের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারেন। এই স্কিমের অধীনে বর্তমানে কারিগরি কোর্সের ছাত্রছাত্রীরা ছাড়াও নন টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাও সুবিধা পাচ্ছেন। অর্থাৎ বর্তমানে বিএ, বিএসসি, বিকম-এর ছাত্রছাত্রীরা এই স্কিমে দক্ষতা বৃদ্ধির সুযোগ পাচ্ছেন। এই স্কিমে ছাত্রছাত্রীদের একবছরের প্রশিক্ষণ দেওয়া হয়। ১৬ বছর বয়সের ওপরে যে কেউ এই স্কিমে আবেদন করতে পারেন। তবে তাঁর ডিগ্রি কিংবা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

এব্যাপারে বিস্তারিত পাওয়া যাবে https://www.mhrdnats.gov.in/

Bank Holidays December: ডিসেম্বরে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি কাজ সারতে দেখে নিন ছুটির দিনের তালিকাBank Holidays December: ডিসেম্বরে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জরুরি কাজ সারতে দেখে নিন ছুটির দিনের তালিকা

English summary
According to official statement by CCEA Modi cabinets approves continuation of NAT scheme for next five years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X