For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধ্যাপনা ও ফেলোশিপের জন্য বিজ্ঞপ্তি! অনলাইনে আবেদনের শেষ তারিখ ১০ অগাস্ট

জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা নেবে। সিএসআইআর এবং ইউজিসির নেটের মাধ্যমেপ্রার্থী বাছাই করা হবে।

  • |
Google Oneindia Bengali News

জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা নেবে। সিএসআইআর এবং ইউজিসির নেটের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এব্যাপারে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১০ অগাস্ট।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এমএসসি কিংবা সমতুল ডিগ্রি। এছাড়াও ইন্টিগ্রেটেড বিএস-এমএস, বিএস- ৪ বছর, বিই, বিটেকস বি ফার্মা, এবিবিএস। তবে তফশিলি জাতি, উপজাতি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করার যোগ্য।

বয়সসীমা

বয়সসীমা

২০২১-এর ১ জুলাইয়ের নিরিখে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি

আবেদনের ফি

আবেদনের ফি হিসেবে সাধারণ প্রার্থীদের দিতে হবে ১ হাজার টাকা। ওসিবি নন ক্রিমি লেয়ার এবং আর্থিকভাবে দুর্বলদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০০ টাকা করে।
তফশিলি জাতি, উপজাতি, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা। শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোনও ফি লাগবে না। আবেদনকারীরা ডেবিট কার্ড, ক্রেডিট
কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই-এর মাধ্যমে অনলাইনে ফি জমা দিতে পারবেন। অথবা ডাউনলোড করা ইৃচালান এসবিআই-এর যে কোনও শাখায় ক্যাশ ডিপোজিট হিসেবে জমা দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

আবেদনকারীকে http://www.ntanet.nic.in/ এবং http://www.ugcnet.nta.nic.in/-এ দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল এবং মোবাইল নম্বর দিতে হবে। ওয়েবসাইট থেকে
পরীক্ষা কেন্দ্রের তালিকা, কোড, সাবজেক্ট কোড, রাজ্যের কোড, সেন্টার কোড, মিডিয়াম কোড পাওয়া যাবে।
https://examinationservices.nic.in/examsys22/root/Home.aspx?enc=lQtDoAOehzaduHttCVBKIb7vxojeYXcD0vrBlaCTwhAsfSomG0nFP604nFNlrrFo-এ ক্লিক করেও অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন করার আগে পরীক্ষার নোটিশটি আবেদনকারীকে পড়ে নিচে অনুরোধ করা হচ্ছে। https://nta.ac.in/Download/Notice/Notice_20220712225025.pdf

মাত্র ১২ হাজার টাকার জন্য বাবা-ছেলেকে খুন! পুরুলিয়ায় খুনের কিনারা করল সিআইডিমাত্র ১২ হাজার টাকার জন্য বাবা-ছেলেকে খুন! পুরুলিয়ায় খুনের কিনারা করল সিআইডি

English summary
Ministry of edication gives joint csir ugc net examination for June 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X