For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মসংস্থানে বড় ভূমিকা ইলেকট্রনিক্স-বিপিও সেক্টরের! আগামী ২ বছরে ১ কোটি অতিরিক্ত চাকরি, বললেন অশ্বিনী বৈষ্ণব

দেশে স্টার্ট আপ সেক্টরের ব্যাপক অগ্রগতি হচ্ছে। যা নিয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশে আগামী দুবছরে ইলেকট্রনিক্স এবং বিপিও সেক্টরে অতিরিক্ত ১ কোটি চাকরির সুযোগ তৈরি হতে পা

  • |
Google Oneindia Bengali News

দেশে স্টার্ট আপ সেক্টরের ব্যাপক অগ্রগতি হচ্ছে। যা নিয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশে আগামী দুবছরে ইলেকট্রনিক্স এবং বিপিও সেক্টরে অতিরিক্ত ১ কোটি চাকরির সুযোগ তৈরি হতে পারে।

কর্মসংস্থানে বড় ভূমিকা ইলেকট্রনিক্স-বিপিও সেক্টরের! আগামী ২ বছরে ১ কোটি অতিরিক্ত চাকরি, বললেন অশ্বিনী বৈষ্ণব


জাতীয় পর্যায়ের স্টার্ট আপ উদ্যোগের উদ্বোধনের সময় মন্ত্রী বলেছেন, শুধুমাত্র ইলেকট্রনিক্সে অতিরিক্ত ২.৫ থেকে ৩ মিলিয়ন চাকরির সুযোগ তৈরি হতে পারে। এছাড়া বিপিও সেক্টর আগামী দুবছরে ৪ মিলিয়ন চাকরির সুযোগ তৈরি করতে পাবে। বর্তমান কর্মসংস্থানের ক্ষেত্রে এবিষয়টি একটি উল্লেখযোগ্য সংযোজন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ভারতের সফটঅয়্যার টেকনোলজি পার্ক এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটঅয়্যার এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল এই স্টার্টআপ উদ্যোগের আয়োজন করেছে।

ইলেকট্রনিক্স এবং ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনায় তিনটি মেগা ট্রেন্ড চলু রয়েছে। এর মধ্যে রয়েছে ট্যালেন্ট পুল, ইনজেনুইনিটি, উচ্চস্তরের কম্পিউটার সাক্ষরতা। মন্ত্রী বলেছেন এখন যোগ্যতা ও প্রতিভাকে গুরুত্ব দেওয়া হয়। যা বাধা দূর করে উদ্ভাবনে শক্তি জাগায়। অশ্বিনী বৈষ্ণব দাবি করেন, এই ধরনের ব্যবস্থা আগে কখনই ছিল না। তিনি আরও বলেন কয়েকবছর আগেও যেখানে ভারত কয়েকবছর আগেও মোবাইল টেলিফোন সিস্টেম আমদানি করত, এখন তা রপ্তানি করা হয়। তিনি বলেছেন, এটই এটটি বিষ্ময়কর কৃতিত্ব। বর্তমানে বিভিন্ন বিভাগে প্রযুক্তিগত উৎসকর্ষতা বাড়াতে গবেষণার কাজ চলেছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন দেশের টিয়ার টু ও টিয়ার থ্রি শহরগুলিকে ডিজিটালি সংযুক্ত করার মাধ্যমে উন্নয়নের বন্ধনে আবদ্ধ করা হচ্ছে। ৬৪ টি ডিজিটাল হাবের মধ্যে যেগুলি বাস্তবায়িত হয়েছে, তার মধ্যে ৫৪ টি ছোট শহর রয়েছে বলে জানিয়েছেন তিনি। এইশব ডিজিটাল হাব স্টার্টআপের প্রসারে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করছে তথ্য প্রযুক্তি মন্ত্রক।

অভিভাবকদের কাছে ছাত্রদের খারাপ পড়াশোনা নিয়ে অভিয়োগের জের! গর্ভবতী শিক্ষিকার ওপরে হামলাঅভিভাবকদের কাছে ছাত্রদের খারাপ পড়াশোনা নিয়ে অভিয়োগের জের! গর্ভবতী শিক্ষিকার ওপরে হামলা

English summary
Union Minister Ashwini Vaishnaw says 10 million additional jobs can be created in electronics and BPO in next two years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X