For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাহিনীতে শীঘ্রই প্রায় লক্ষ শূন্য পদে নিয়োগ! সংসদে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

কেন্দ্রীয় বাহিনীতে শীঘ্রই প্রায় লক্ষ শূন্য পদে নিয়োগ! সংসদে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

আগামী দেড় বছরে কেন্দ্রীয় সরকারে ১০ লক্ষ শূন্যপদে (vacancies) নিয়োগের (recruitment) কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার কার্যত সেই সুরেই কথা বললেন স্বরাষ্ট্র (MHA) প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এদিন তিনি রাজ্যসভায় (Rajya Sabha) বলেছেন কেন্দ্রীয় সরকার সশস্ত্র বাহিনীতে ৮৪, ৪০৫ টি শূন্যপদ ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে পূরণের সিদ্ধান্ত নিয়েছে।

লিখিত প্রশ্নের উত্তর

লিখিত প্রশ্নের উত্তর

বিজেপি সাংসদ অনিল আগরওয়ালের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, কনস্টেবল-এর ২৫২৭১ টি পদ পূরণের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে।

কোথায় কত শূন্য পদ

কোথায় কত শূন্য পদ

স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে সিএপিএফ-এ যে ৮৪৪০৫ টি শূন্য পদ রয়েছে, তার মধ্যে অসম রাইফেলস-এ ৯৬৫৯, সীমান্তরক্ষী বাহিনীতে ১৯২৫৪, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে ১০৯১৮, সিআরপিএফ-এ
২৯৯৮৫। এছাড়াও ইন্দো টিবেটান পুলিশ ফোর্সে ৩১৮৭ এবং সশস্ত্র সীমা বলে ১১৪০২ পদে নিয়োগ করা হবে।

শূন্যপদ পূরণ করতে বিভিন্ন পদক্ষেপ

শূন্যপদ পূরণ করতে বিভিন্ন পদক্ষেপ

কেন্দ্রীয় মন্ত্রী সংসদে জানিয়েছেন সরকার শূন্যপদ পূরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। উল্লেখ করা প্রয়োজন, অসম রাইফেলস, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি এবং এসএসবির অনুমোদিত কর্মী ১০,০৫, ৭৭৯ জন।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, কনস্টেবল (সাধারণ দায়িত্ব) পদে বার্ষিক নিয়োগের বন্দোবস্ত করতে স্টাফ সিলেকশন কমিশনের সঙ্গে চুক্তি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
এছাড়া জেনারেল ডিউটি পদে নিয়োগের জন্য কনস্টেবল, সাব-ইনস্পেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে নিয়োগের জন্য প্রত্যেকটির জন্য নোডাল ফোর্স তৈরি করা হয়েছে।

শূন্য পদ পূরণের নির্দেশ

শূন্য পদ পূরণের নির্দেশ

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন সব কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং অসম রাইফেলসকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নন-জেনারেল ডিউটি ক্যাডারের শূন্য পদের জন্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পদোন্নতিমূলক শূন্যপদ পূরণের জন্য সব বিভাগের পদোন্নতি সংক্রান্ত কমিটি সময় মতো সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি।

দেড় বছরে ১০ লক্ষ নিয়োগের কথা বলেছিলেন মোদী

দেড় বছরে ১০ লক্ষ নিয়োগের কথা বলেছিলেন মোদী

গত জুন মাসে মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী সব সরকারি বিভাগ এবং মন্ত্রকগুলির মানব সম্পদের পরিস্থিতি পর্যালোচনা করেন। তারপরেই পিএমও-র তরফে টুইট করে বলা হয় আগামী ১৮ মাস সময়ে ১০ লক্ষ লোক নিয়োগ করতে বলা হয়েছে।

যদিও সেই সময় প্রধানমন্ত্রীর দফতরের টুইটের পরেই বিরোধীরা কটাক্ষ করেন। তাঁরা বলেন ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে নরেন্দ্রী মোদী বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর এখন তিনি দেড় বছরে ১০ লক্ষ চাকরির কথা বলছেন।

কংগ্রেসের তরফে সেই সময় বলা হয়েছিল দেশের বেকারি এই মুহূর্তে ৫০ বছরের সর্বোচ্চে পৌঁছে গিয়েছে। অন্যদিকে টাকা দাম সব থেকে নিচে নেমে গিয়েছে। আর সেই সময় প্রধানমন্ত্রী টুইটারে খেলা খেলছেন।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি! অষ্টম শ্রেণি পাশ থেকে স্নাতকদের জন্য সুযোগ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি! অষ্টম শ্রেণি পাশ থেকে স্নাতকদের জন্য সুযোগ

English summary
MHA says in parliament that they will filled up 84405 vacancies in CAPF by December 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X