For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

MEA Internship 2022 : স্বরাষ্ট্রমন্ত্রকে ইন্টার্নশিপের সুযোগ, স্নাতন পাশ করলেই আবেদন! মিলবে স্টাইপেনও

MEA Internship 2022 : স্বরাষ্ট্রমন্ত্রকে ইন্টার্নশিপের সুযোগ, স্নাতন পাশ করলেই আবেদন! মিলবে স্টাইপেনও

  • |
Google Oneindia Bengali News

MEA Internship 2022 : স্নাতন পাশ কিংবা গ্র্যাজিয়েশন করছেন এমন যুবক-যুবতীদের জন্যে দারুন খবর। খোদ দেশের বিদেশমন্ত্রকে ইন্টার্নশিপ (MEA Internship 2022) করার সুযোগ। শুধু ইন্টার্নশিপ (Internship) করাই নয়, প্রত্যেক মাসে স্টাইপেন্ড হিসাবে ১০ হাজার টাকা করে দেওয়া হবে সংশ্লিষ্ট যুবক-যুবতীদের। গোটা দেশে চাকরির বাজার কার্যত টলমল। করোনা এবং বিধির কারণে চাকরির বাজার কিছুটা খারাপ হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে এই সুযোগ অসাধারণ বলেই মনে করা হচ্ছে।

একধিক বিষয়ে শেখানো হবে যুবক-যুবতীদের

একধিক বিষয়ে শেখানো হবে যুবক-যুবতীদের

এই মুহূর্তে দেশে স্বাধীনতার ৭৫ সাল উদযাপন করা হচ্ছে। সেদিকে তাকিয়ে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আদ আজাদি কা মহোৎসব-এর মধ্যে ভারতের বিদেশমন্ত্রকে এক ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। বিদেশমন্ত্রকের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম তিনমাসের হবে। আর এই তিনমাসে একধিক বিষয়ে শেখানো হবে যুবক-যুবতীদের। বিদেশমন্ত্রকে ইন্টার্নশিপের (Home Ministry) মাধ্যমে বেছে নেওয়া যুবকদের সাধারণ মানুষের মধ্যে বিদেশনীতির বিষয়টি বোঝানোর কাজে আসবে বলেই মনে করা হচ্ছে।

আবেদন করতে হবে ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যেই

আবেদন করতে হবে ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যেই

বিজ্ঞপ্তি অনুযায়ী বিদেশমন্ত্রকে ((MEA) ইন্টার্নশিপের জন্যে মোট ৭৫টি শূন্যপদ রয়েছে। আর এই সুযোগ নিতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই সুযোগ পেতে চাইলে সরকারি পোর্টাল internship.mea.gov.in -এর মাধ্যমে আবেদন জানাতে হবে। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্যে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে মাথায় রাখতে হবে এই সুযোগ পেতে চাইলে আবেদনকারীকে আবেদন করতে হবে ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যেই। না হলে আর গ্রাহ্য হবে আবেদন।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

দারুন সুযোগ। খোদ নয়া দিল্লিতে বসে স্বরাষ্ট্রমন্ত্রকের মতো জায়গাতে ইন্টার্নশিপের সুযোগ। আর এই ইন্টার্নশিপে সুযোগ পেতে হবে আবেদনকারীকে স্নাতন হতেই হবে। তা সে যে কোনও স্ট্রিমে স্নাতক পাশ করলেই এই পদের জন্যে আবেদন করতেই হবে। এমনকি গ্র্যাজুয়েশনে ফাইনাল ইয়ারে রয়েছেন এমন যুবক-যুবতীরাও এই সুযোগ পাওয়ার জন্যে আবেদন করতে পারবেন। ফলে দেরি না করে এখনই আবেদন করুন।

বয়সের আবেদন

বয়সের আবেদন

বিদেশমন্ত্রকে ইন্টার্নশিপ করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যও ওয়েবসাইটি ভালো করে পড়ে নিন।

কীভাবে বেছে নেওয়া হবে

কীভাবে বেছে নেওয়া হবে

বিদেশমন্ত্রক ইন্টার্নশিপের সুযোগ। একটু হলেও কড়া হবে। তবে জানা যাচ্ছে, যোগ্য প্রার্থীকে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। ইন্টার্নশিপের জন্যে পাঠানো আবেদনগুলিকে প্রথমে শর্ট লিস্ট করা হবে। সেই নামের তালিকা ১৮ ফেব্রুয়ারি পোর্টালে জারি করা হবে। এরপর ২২ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ইন্টারভিউ হবে বলে মনে করা হচ্ছে। এরপর যোগ্যপ্রার্থীর তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। আবেদনের আগে ভালো করে ওয়েবসাইটি পড়ে নিন।

English summary
MEA Internship 2022 : want to do internship in Home Ministry, here is how to apply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X