For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেই যোগ্যতার বিশেষ মাপকাঠি! উৎসবের মরসুমের আগেই ৩০ হাজার চাকরি

লজিস্টিকসের সবরকমের সুবিধা দেওয়া ইকম এক্সপ্রেস আগামী কয়েক সপ্তাহের মধ্যে বড় সংখ্যায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মূলত উৎসবের সময়ের জিনিসের চাহিদার কথা খেয়ালে রেখেই পরিকল্পনাা তৈরি করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

লজিস্টিকসের সবরকমের সুবিধা দেওয়া ইকম এক্সপ্রেস আগামী কয়েক সপ্তাহের মধ্যে বড় সংখ্যায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মূলত উৎসবের সময়ের জিনিসের চাহিদার কথা খেয়ালে রেখেই পরিকল্পনাা তৈরি করা হয়েছে।

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় শক্তি বৃদ্ধি বিজেপির! কয়েকশো সংখ্যালঘু পরিবারের যোগ গেরুয়া শিবিরেউত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় শক্তি বৃদ্ধি বিজেপির! কয়েকশো সংখ্যালঘু পরিবারের যোগ গেরুয়া শিবিরে

নতুন নিয়োগ ৩০ হাজার

নতুন নিয়োগ ৩০ হাজার

করোনা পূর্ববর্তী পরিস্থিতিতে কোম্পানির কর্মীসংখ্যা ছিল প্রায় ২৩ হাজার। আগামী কয়েকমাসের জন্য তারা আরও ৭৫০০ লোক নিয়োগ করতে চলেছে। লকডাউনের সময় মানুষ অনলাইনে অর্ডার বেশি করেছেন। ফলে সেখানে লোকেরও প্রয়োজন হয়ে পড়েছে। বিশেষ করে মুদিখানা এবং ওষুধের ক্ষেত্রে চাহিদা বেড়েছে।

আগের থেকে পরিষেবা প্রাসঙ্গিক হয়েছে

আগের থেকে পরিষেবা প্রাসঙ্গিক হয়েছে

ইকম এক্সপ্রেসের ইকজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৌরভগীপ সিংলা জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে তাদের পরিষেবা আরও প্রাসঙ্গিক হয়েছে। মরসুম ভিত্তিতে তারা প্রায় ৩০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন।

গত বছর নিয়োগ হয়েছিল ২০ হাজার

গত বছর নিয়োগ হয়েছিল ২০ হাজার

সিংলা আরও জানিয়েছেন, গত বছর পুজোর আগে তারা প্রায় ২০ হাজার নিয়োগ করেছিলেন। যদিও বেশিরভাগই ছিল অস্থায়ী ভিত্তিতে। পরে এক তৃতীয়াংশ পুরো সময়ের চাকরি পায়। আর এই বছরের অগাস্টের শুরুতে কোম্পানির কর্মী সংখ্যা ছিল ৩০৫০০। ইতিমধ্যেই এই সংস্থার ব্যবসা আন্দামানেও সম্প্রসারিত হয়েছে। সারা দেশে প্রায় ২৭০০০-এর বেশি পিন নম্বরে তারা জিনিস পৌঁছে দিচ্ছেন।

আমাজন ইন্ডিয়ার বড় পদক্ষেপ

আমাজন ইন্ডিয়ার বড় পদক্ষেপ

আমাজন ইন্ডিয়ার বড় পদক্ষেপ
আমাজন ইন্ডিয়ার তরফে ৫ টি নতুন শর্ট সেন্টারের কথা ঘোষণা করা হয়েছে। সেগুলি হল বিশাখাপত্তনম, ফারুখনগর, মুম্বই, বেঙ্গালুরু এবং আহমেদাবাদ। পাশাপাশি উৎসবের মরসুমের কথা মাথায় রেখে আটটি সেন্টারের শক্তিবৃদ্ধিও করেছে তারা।

English summary
Logistics solutions provoder Ecom Express is planning to create 30 thousand seasonal jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X