For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Job News: পূর্ব ভারতে LIC-র হাজারের বেশি নিয়োগের বিজ্ঞপ্তি! স্নাতক হলেই আবেদন

এলআইসি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতে হাজারের বেশি নিয়োগ করা হবে।

  • |
Google Oneindia Bengali News

নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে দেশের সব থেকে বড় বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন। সারা ভারতে আটটি জোনে নিয়োগের বিজ্ঞপ্তির মধ্যে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতও রয়েছে। আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

পূর্ব ভারতে শূন্য পদের সংখ্যা ১০৪৯। এর মধ্যে আসানসোলে ডিভিশনে ৫৩ জন, বর্ধমানে ৬৫, হাওড়ায় ১১০, জলপাইগুড়িতে ১২৪, খড়গপুরে ১০২ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও পূর্ব ভারতে শিলচর, জোরহাট, বনগাইগাঁও এবং গুয়াহাটিও রয়েছে এই তালিকায়।

বয়সসীমা

বয়সসীমা

বয়সসীমা ২১ -৩০ বছরের মধ্যে। এব্যাপারে আবেদনকারীদের নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখে নিতে অনুরোধ করা হচ্ছে। আবেদনকারীদের বয়স নির্ধারিত হবে ২০২৩-এর ১ জানুয়ারির নিরিখে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ এবং বয়সে ছাড় রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।

আবেদনের মূল্য

আবেদনের মূল্য

তশলিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের মূল্য ১০০ টাকা। এছাড়াও বাকি সব ক্যাটেগরির ক্ষেত্রে আবেদনের মূল্য ৭৫০ টাকা।

 আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://licindia.in/Bottom-Links/Careers/Recruitment-of-Apprentice-Development-Officer-22-2-এ গিয়ে ক্লিক করে নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখার পাশাপাশি আবেদনও করা যাবে। ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষা মার্চে। যাঁরা পাশ করবেন, তাঁদেরকে মেন পরীক্ষায় বসতে হবে। এরপরে যারা পাশ করবেন, তাঁদেরকে ইন্টারভিউয়ে বসতে হবে।

High Court Job 2023: ক্লাস ৭ পাশ হলেই মোটা বেতনের চাকরি হাইকোর্টে, রইল গোটা প্রক্রিয়া High Court Job 2023: ক্লাস ৭ পাশ হলেই মোটা বেতনের চাকরি হাইকোর্টে, রইল গোটা প্রক্রিয়া

English summary
LIC will recruit Apprentice Development Officer all over India including Eastern India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X