
ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
আলিপুরদুয়ারের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সীমা কত থাকা প্রয়োজন, তাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শূন্যপদ : ২৯টি
কোন কোন শূন্যপদ : ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট (১টি), সাইক্রিয়াটিক নার্স বা স্টাফ নার্স (১টি), সাইকোলজিক্যাল সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যাল ওয়ার্কার (১টি), মেডিক্যাল রেকর্ড কিপার (১টি), ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট (১টি), আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ান (৪টি), পির সাপোর্ট (১টি), মেডিক্যাল টেকনোলজিস্ট (৩টি), ল্যাব টেকনিশিয়ান (১টি), টেকনিক্যাল সুপারভাইজার (২টি), জিডিএমও (১টি), মেডিক্যাল অফিসার (থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ - ১টি), ল্যাব টেকনিশিয়ান (থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ - ১টি), ল্যাব টেকনিশিয়ান (ব্লাড ব্যাঙ্ক - ২টি), ল্যাব টেকনিশিয়ান (সিএইচসি ক্লিনিক - ২টি), সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার (১টি), ল্যাব টেকনিশিয়ান (এনটিইপি - ১টি), টিউবারকুলোসিস হেলথ ভিজিটর (১টি), ডিস্ট্রিক্ট পিএমডিটি অ্যান্ড টিবি-এইচআইভি কোঅর্ডিনেটর (১টি), সহায়িকা (১টি), ল্যাবরেটরি টেকনিশিয়ান (১টি)।
আবেদনের স্থান : পশ্চিমবঙ্গের যে কোনও প্রান্ত থেকে এই শূন্যপদগুলির জন্য আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক, জিএনএম, ডিএমএলটি, ডিএমটি, এমবিবিএস, এমএসডব্লু (পদ অনুযায়ী)।
বয়সের চূড়ান্ত সীমা
১) জিডিএমও : ৬২ বছর পর্যন্ত।
২) মেডিক্যাল অফিসার : ৬২ বছর পর্যন্ত।
৩) মেডিক্যাল টেকনোলজিস্ট : ২১ থেকে ৩৯ বছর।
৪) আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান : ৬০ বছর পর্যন্ত।
৫) ল্যাবরেটরি টেকনিশিয়ান : ২২ থেকে ৬২ বছর।
৬) অন্যান্য পদ : ৪০ বছর পর্যন্ত।
পরীক্ষার ফি
১) জেনারেল : ১০০ টাকা
২) এসসি/এসটি : ৫০ টাকা
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু : ০৯/০২/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন : ২৫/০২/২০২১
নিয়োগ পদ্ধতি
১) তথ্য যাচাই
২) ওয়াক-ইন-ইন্টারভিউ
বেতন
পদ অনুযায়ী প্রতি মাসে সাড়ে তিন হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকা।