উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগের বিজ্ঞপ্তি
উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ল্যাব টেকনিশিয়ান, নার্স, মেডিক্যাল রেকর্ড কিপার সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বয়স ও শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত সীমা কত, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

কোন কোন পদের জন্য বিজ্ঞপ্তি
ল্যাব টেকনিশিয়ান, এমও, সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার, সাইক্রিয়াটিক নার্স, মেডিক্যাল রেকর্ড কিপার, ডিস্ট্রিক্ট কনসাল্ট্যান্ট পাবলিক হেলথ, ডিস্ট্রিক প্রোগ্রাম অ্যাসোসিয়েট সহ মোট ১৮ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কোথায় নিয়োগ
উত্তর ২৪ পরগনার বসিরহাটে নিয়োগ প্রক্রিয় সম্পন্ন করা হবে। রাজ্যের সব জেলা থেকে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক + ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, এমবিবিএস, ক্লিনক্যাল সাইকোলজি।
বয়স
বয়সের সর্বোচ্চ সময়সীমা ৪০ থেকে ৬২ বছর। পদ অনুযায়ী বয়স নির্ভর করবে। এ ব্যাপারে বিস্তারিত জানতে www.wbhealth.gov.in ওয়েবসাইটে ঢুকে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে হবে।
বেতন
ল্যাব টেকনিশিয়ান : ২২০০০ টাকা
এফটিএমও : ৬০০০০ টাকা
আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান : ১৩ হাজার টাকা
সাইক্রিয়াটিক সোশ্যাল ওয়ার্কার : ৩০ হাজার টাকা
সাইক্রিয়াটিক নার্স : ২৮ হাজার টাকা
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট : ৩০ হাজার টাকা
ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট পাবলিক হেলথ : ৪০ হাজার টাকা
সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার : ২৫ হাজার টাকা
ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েট : ২২ হাজার টাকা
কীভাবে নিয়োগ
অ্যাকাডেমিক স্কোর/লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ, অভিজ্ঞতা
আবেদন জমা দেওয়ার তারিখ
২০২১ সালের ১২ জানুয়ারি থেকে http://basirhathealthdistrict.in ওয়েবসাইটে ঢুকে আবেদন করা যাচ্ছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি।