
KVS Recruitment: ৬৯৯০ টি শূন্যপদে ব্যাপক নিয়োগ কেন্দ্রীয় বিদ্যালয়ে! শিক্ষক হিসাবে আবেদন করুন আজই
KVS Recruitment 2022: চাকরির বাজারে দারুন খবর! একাধিক শূন্যপদে (Sarkari Naukri) চাকরির সুযোগ কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kendriya Vidyalaya)। KVS টিচিং থেকে নন টিচিং একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ (KVS Recruitment 2022) করবে কেন্দ্রীয় বিদ্যালয়।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্য আবেদন করতে (Recruitment 2022) বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ
KVS টিচিং থেকে নন টিচিং একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ (KVS Recruitment 2022) হবে। আগামী সোমবার অর্থাৎ পাঁচ ডিসেম্বর থেকে এই পদের জন্য আবেদন করা যাবে। তবে এজন্যে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে KVS-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- kvsangathan.nic.ইন -এ গিয়ে ক্লিক করে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু সেখানেই বিস্তারিত বলা হয়েছে।

শেষ তারিখ আগামী ২৬ ডিসেম্বর।
তবে এই শূন্যপদে আবেদন করার আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত (KVS Recruitment 2022) বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে - KVS Recruitment 2022 Notification PDF- ক্লিক করতে বলা হয়েছে। মোট ৬৯৯০ তি (Recruitment 2022) শূন্যপদে নিয়োগ করবে কেন্দ্রীয় বিদ্যালয় (Kendriya Vidyalaya)। ফলে এই মুহূর্তে যারা শিক্ষাকতার চাকরি খুঁজছেন তাঁদের জন্যে দারুন সুযোগ এটি। তবে এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ২৬ ডিসেম্বর।

শূন্যপদের আরও তথ্য-
মোট ৬৯৯০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে প্রিন্সিপাল হিসাবে ২৩৯টি শূন্যপদ, ভাইস প্রিন্সিপাল হিসাবে ২০৩ টি শূন্যপদ, পিজিটি হিসাবে ১৪০৯ টি শূন্যপদ, টিজিটি হিসাবে ৩১৭৬ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও লাইব্রেরিয়ান পদের জন্যে ৩৫৫, প্রাথমিক শিক্ষক হিসাবে ৩০৩ টি শূন্যপদ, জুনিয়ার সচিবালয় সহায়ক হিসাবে ৭০২ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এছাড়াও আরও একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। আবেদনের আগে অবশ্যই ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-
একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ফলে একাধিক বিষয়ের জন্যে আলাদা (KVS Recruitment 2022) করে শূন্যপদ রয়েছে। তবে যে পদে আবেদন করবেন সেই সংকান্ত পড়াশুনা থাকতে হবে। আরও বিস্তারিত জানতে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। ফলে দেরি না করে আজও বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

কীভাবে বেছে নেওয়া হবে-
শূন্যপদ গুলির জন্যে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ক্লাস ডেমো/ইন্টারভিউ/স্কিল টেস্টের ভিত্তিতে বেছে নেওয়া হবে বলে জানা যাচ্ছে।