রাজ্য পুলিশে পুরুষ বিভাগে কনস্টেবল পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
রাজ্য পুলিশে পুরুষ বিভাগে কনস্টেবল পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের দুর্নীতির সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।


মামলাকারী চাকরিপ্রার্থীদের আইনজীবী জানান, ২০১৯ সালে রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে একাধিক গরমিল প্রকাশ্যে এনে দুর্নীতির অভিযোগে তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শতাধিক চাকরিপ্রার্থী। এদের অভিযোগ, এরা ইন্টারভিউতে উত্তীর্ণ হলেও প্যানেলে এদের নাম ছিল না। এই অভিযোগে এরা প্রথমে স্যাট (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল) এর দ্বারস্থ হয় মামলা হয়। কিন্তু সেখান থেকে ফিরতে হয় তাদের।
স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মামলাকারি চাকরি প্রার্থীরা। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, স্যাটকে দ্রুত মামলা শুনে মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেয়। কিন্তু চলতি বছরের ১৮ জানুয়ারি স্যাট জানিয়ে দেয়, স্যাটের দুই জন বিচারকের একজন বিচারক অনুপস্থিত থাকায় তারা মামলা শুনতে পারবেন না।
এর পরিপ্রেক্ষিতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী চাকরিপ্রার্থীরা। বুধবার হাইকোর্টে জরুরী ভিত্তিতে মামলার শুনানির জন্য আবেদন জানান মামলাকারীর আইনজীবী। আইনজীবীর বক্তব্য, 'বৃহস্পতিবার থেকে রাজ্য সরকার সফল চাকরিপ্রার্থীদের নিয়োগের চিঠি পাঠাবে। সেক্ষেত্রে আজ এই মামলা শোনা হোক। তার পরিপ্রেক্ষিতেই এই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ হাইকোর্টের।
মমতার তৃণমূলের মালিক এখন কে, একুশের ভোটের আগে স্পষ্ট করে দিলেন শুভেন্দু