For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরভোটের আগে পুরসভায় শিক্ষক নিয়োগ, কলকাতায় বহু খালি পদে নিয়োগের বিজ্ঞপ্তি

পুরভোটের আগে পুরসভায় শিক্ষক নিয়োগ, কলকাতায় বহু খালি পদে নিয়োগের বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

সামনেই কলকাতা পুরসভার নির্বাচন। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে সেই নির্বাচন আপাততভাবে ১৫ দিনের জন্য পিছিয়ে দিয়েছে কমিশন। এরই মধ্যে অবশ্য ভাল খবর রয়েছে। কলকাতা পুরসভার বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তির নম্বর হল Advertisement No 10 of 2020।

শূন্যপদের সংখ্যা ২০১

শূন্যপদের সংখ্যা ২০১

এরমধ্যে ইংরেজির জন্য ১৪৯টি পদ রয়েছে। যার মধ্যে ৬৮ টি অসংরক্ষিত। এছাড়াও অসংরক্ষিত কৃতি খেলোয়াড়, অসংরক্ষিত প্রাক্তম সমরকর্মী এবং অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধীদের জন্য যথাক্রমে ৩,৫, ৫ টি পদ সংরক্ষিত রয়েছে। এছাড়াও তফশিলি জাতি, উপজাতি, তফশিলি জাতি প্রাক্তন সমরকর্মী, ওবিসি ও, ওবিসি বি-র জন্য যথাক্রমে ৩১, ৯,২, ১৫.১১ টি পদ সংরক্ষিত। এছাড়াও হিন্দি ও উর্দুর জন্য রয়েছে যথাক্রমে ১৯ ও ৩৩ টি পদ।

যোগ্যতা

যোগ্যতা

৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক কিংবা সমতুল, এছাড়াও এসিটিই অনুমোদিত ২ বঠরের এলিমেন্টারি এডুকেশন(ডিএলএড)। ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক কিংবা সমতুল, এছাড়াও ৪ বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন(বিএলএড) ( বিস্তারিত পাবেন www.mscwb.org-তে)

বয়স ও প্রার্থী বাছাই

বয়স ও প্রার্থী বাছাই

বয়স হতে হবে ১৮-৪০-এর মধ্যে(০১-০১-২০২০) । তফশিলি ভুক্তরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। পরীক্ষার ধরণ এবং সিলেবাস সম্পর্কে জানতে পাবেন www.mscwb.org-তে।

আবেদন ফি

আবেদন ফি

সাধারণ ও ওবিসিদের ব্যাঙ্কের চালান ডাউনলোড করে নগদে দিতে হবে ১৫০ টাকা, সঙ্গে থাকছে প্রসেসিং ফি ৫০ এবং ব্যাঙ্ক চার্জ ২০ টাকা। তবে তফশিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের শুধুমাত্র প্রসেসিং ফি হিসেবে ৫০ টাকা এবং ব্যাঙ্ক টার্জ হিসেবে ২০ টাকা দিতে হবে। জমা দিতে হবে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায়।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

www.mscwb.org-তে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন রেজিস্ট্রেশন করা যাবে ১৫ এপ্রিল পর্যন্ত আর ব্যাঙ্কে তা জমা দেওয়া যাবে ১৬ এপ্রিল পর্যন্ত।

English summary
KMC will recruit teachers. There are 201 vacancies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X