২২ হাজার থেকে ১ লক্ষ ৭৩ হাজার টাকার চাকরির সুযোগ, কলকাতা হাই কোর্টে কত পদে কত নিয়োগ
নতুন বছরে কলকাতা হাইকোর্টে একাধিক শূন্য পদে নিয়োগ। সেই নিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। ২২ হাজার থেকে ১ লক্ষ ৭৩ হাজার টাকার চাকরির সুযোগ রয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী হাইকোর্টের বিভিন্ন পদে আবেদন করে চাকরি পেতে পারেন।

কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে
ডেটা এন্ট্রি অপারেটর ১৫৩টি শূন্যপদ রয়েছে (অসংরক্ষিত ৪৫, অসংরক্ষিত ইসি ২৪, অসংরক্ষিত পিডব্লুডি (হিয়ারিং) ২, অসংরক্ষিত পিডব্লুডি (ব্লাইন্ডনেস) ২, অসংরক্ষিত পিডব্লুডি (লোক/সেরিব্রাল প্যালসি) ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ৬, অসংরক্ষিত (এমএসপি) ৩, এসসি ২১, এসসি ইসি ১১, এসসি (এক্স-সার্ভিসম্যান) ২, এসটি ৭, এসটি ইসি ৩, ওবিসি-এ ১০, ওবিসি-এ ইসি ৫, ওবিসি-বি ৮, ওবিসি-ইসি ৩।
অন্যদিকে সিস্টেম অ্যানালিস্ট ৩ (অসংরক্ষিত ৩), সিস্টেম প্রোগ্রামিং ২ (অসংরক্ষিত ইসি ১, এসসি ১), সিনিয়র প্রোগ্রামার ১ (অসংরক্ষিত), সিস্টেম ম্যানেজার ২ ( অসংরক্ষতি ১, এসসি ১)টি শূন্যপদ রয়েছে।

ডেটা এন্ট্রি অপারেটরে চাকরি পাওয়ার জন্যে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন
ডেটা এন্ট্রি অপারেটর: ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সমতুল্য কোনও প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য কোনও বোর্ড পরীক্ষায় উত্তীর্ণরা আবেদন করতে পারেন। স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমার সার্টিফিকেট থাকা প্রয়োজন। প্রতি ঘন্টায় ৮০০০ কী ডিপ্রেশন স্পিড থাকতে হবে। ডেটা এন্ট্রির কাজের অভিজ্ঞতা থাকলে চাকরি প্রার্থী অগ্রাধিকার পাবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলর ডিগ্রি বা যে-কোনও বিষয় স্নাতক ও তার সঙ্গে এআইসিটিই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার।

সিস্টেম অ্যানালিস্টের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন
অন্যদিকে সিস্টেম অ্যানালিস্টের জন্য ইঞ্জিনিয়ারিং থেকে টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকা প্রার্থীদের আবেদন প্রয়োজন। প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টে কমপক্ষে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থরাই আবেদন করুন।

সিনিয়র প্রোগ্রামারের জন্য জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন
সিনিয়র প্রোগ্রামারের জন্যে ইঞ্জিনিয়ারিং থেকে টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিং থেকে সফটওয়্যার প্যাকেজ নিয়ে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভালো কাজের দক্ষতা থাকতে হবে।

সিস্টেম ম্যানেজারের জন্য জন্য জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন
ইঞ্জিনিয়ারিং থেকে টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি বা ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিং থেকে সফটওয়্যার প্যাকেজ নিয়ে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভালো কাজের দক্ষতা থাকতে হবে।

কোন চাকরির জন্য কোন বয়সসীমার প্রার্থী আবেদন করতে পারবেন?
ডেটা এন্ট্রি অপারেটর: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্য়ে হতে হবে।
সিস্টেম অ্যানালিস্ট: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ২৬ থেকে ৪০ বছর বয়সের মধ্য়ে হতে হবে।
সিনিয়র প্রোগ্রামার: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৩১ থেকে ৪৫ বছর বয়সের মধ্য়ে হতে হবে।
সিস্টেম ম্যানেজার: ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ৩১ থেকে ৪৫ বছর বয়সের মধ্য় হতে হবে।

বেতনক্রম কী
ডেটা এন্ট্রি অপারেটর: লেভেল ৬ অনুযায়ী ২২৭০০-৫৮৫০০ টাকা।
সিস্টেম অ্যানালিস্ট: লেভেল ১৬ অনুযায়ী ৫৬১০০-১৪৪৩০০।
সিনিয়র প্রোগ্রামার: লেভেল ১৭ অনুযায়ী ৬৭৩০০-১৭৩২০০।
সিস্টেম ম্যানেজার: লেভেল ১৭ অনুযায়ী ৬৭৩০০-১৭৩২০০ টাকা।

আবেদন কীভাবে করবেন
উপরের বিভিন্ন বিভাগের জন্যে যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১১ জানুয়ারি, ২০২১ থেকে ২৭ জানুয়ারি, ২০২১ পর্যন্ত পদগুলির জন্য আবেদন নেওয়া হবে। অনলাইনে বা অফলাইনে দুভাবেই আবেদন ফি জমা দেওয়ার সুবিধে রয়েছে।। দুটি ক্ষেত্রেই শেষ তারিখ ২৭ জানুয়ারি, ২০২১

আবেদন ফি কত
ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য ৮০০ টাকা (এসসি/এসটি প্রার্থীদের ৪০০ টাকা)
সিস্টেম অ্যানালিস্ট ১২০০ টাকা (এসসি/এসটি ৬০০ টাকা)
সিনিয়র ম্যানেজার ১৫০০ টাকা (এসসি/এসটি ৭০০ টাকা)
সিস্টেম ম্যানেজার ১৫০০ টাকা (এসসি/এসটি ৭০০ টাকা)

কীভাবে পরীক্ষা হবে
ডেটা এন্ট্রি অপারেটর: ১) ১০০ নম্বর এমসিকিউ (কম্পিউটার প্রফিশিয়েন্সি, জেনারেল নলেজ, ম্যাথমেটিক্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ) ২) স্কিল টেস্ট ৩) ইন্টারভিউ।
সিস্টেম এনালিস্ট: ১) ২০০ নম্বরের পরীক্ষা ২) ইন্টারভিউ
সিনিয়র প্রোগ্রামার: ১) ২০০ নম্বরের পরীক্ষা ২) ইন্টারভিউ
সিস্টেম ম্যানেজার: ১) ২০০ নম্বরের পরীক্ষা ২) ইন্টারভিউ

আবেদনের জন্য কোন ওয়েবসাইটে ভিজিট করবেন
আবেদনের জন্য ওয়েবসাইট- https://www.calcuttahighcourt.gov.in/Notices/recruiment-notice
বিজ্ঞপ্তির লিঙ্ক- https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/3596