কলকাতা ট্যাঁকশালে বেশ কিছু পদে কর্মী নিয়োগ
কলকাতার ট্যাঁকশালে বেশ কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। মোট ৫৪টি পদে লোক নেওয়া হবে। তার মধ্যে রয়েছে সুপারভাইজার, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, এনগ্রেভার থ্রি ইত্যাদি পদে।

মোট পদগুলি হল -
সুপারভাইজার ১০ (মেকিনিক্যাল ৮টি, সিভিল ও মেটালার্জিক্যাল ১ টি করে)
এনগ্রেভার ৬ (স্কাল্পচার, মেটাল ওয়ার্কস ও পেইন্টিং ২টি করে)
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ১২
জুনিয়র বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট ১০
জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ১৬
ওপরের পদগুলিতে আবেদন করতে হলে বয়স হতে হবে ১৯ ফেব্রুয়ারি ২০২১ সালের মধ্যে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
সুপারভাইজার পদে পূর্ণ সময়ের ডিপ্লোমা পাস হতে হবে। বিটেক, বিই, বিএসসি থাকলেও আবেদন করা যাবে। এনগ্রেভার পদে ফাইন আর্টসে ব্যাচেলর হতে হবে।
জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট অন্তত ৫৫ শতাংশ নিয়ে স্নাতক ও কম্পিউটার জানা ও টাইপে ৪০ শব্দ প্রতি মিনিটের গতি হতে হবে। জুনিয়র বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট পদেও আগের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের মতো যোগ্যতা চাই।
জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স পদে আইটিআই শংসাপত্র ও সঙ্গে এনসিভিটি থেকে এ বছরের এনএসসি শংসাপত্র লাগবে।
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে। পরীক্ষার ফি ৬০০ টাকা। তবে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। ২০ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে https://igmkolkata.spmcil.com এ গিয়ে আবেদন করতে পারেন।