For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সঙ্কটে সুখবর!‌ ৫৫টি পদে নিয়োগ করতে চলেছে ইসরো, জেনে নিন আবেদন করার নিয়ম

নিয়োগ করতে চলেছে ইসরো

Google Oneindia Bengali News

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো তাদের ৫৫টি পদে নিয়োগ করতে চলেছে। বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, প্রয়ুক্তি সহযোগী ও আহমেদাবাদে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে টেকনিসিয়ান পদে এই নিয়োগগুলি করা হবে। এই নিয়োগের বিজ্ঞাপন এ বছরের মার্চ মাসেই প্রকাশ করা হয়েছিল যা মহামারির কারণে আবেদন করার শেষদিন ১৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। ইচ্ছুক প্রার্থীরা ১৫ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে স্যাক ডট গর্ভমেন্ট ডট ইনে আবেদন করতে পারেন।

বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ারের পদ

বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ারের পদ

ইসরোতে বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ারদের জন্য ২১ টি পদ খালি রয়েছে। এই পদের জন্য প্রার্থীকে ইলেকট্রনিক্স, রসায়নে এমএসসি, কম্পিউটার সায়েন্সে এমই বা এমটেক, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ও এই সংক্রান্ত বিষয়ের ওপর পিএইচডি করতে হবে। তবেই আবেদন করা যাবে।

 প্রযুক্তি সহকারী পদ

প্রযুক্তি সহকারী পদ

ইসরোতে প্রযুক্তি সহকারীর জন্য ছ'‌টি পদ খালি রয়েছে। জনপ্রিয় ইনস্টিটিউট, বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ও ইলকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা করতে হবে। তবেই আবেদনের সুযোগ মিলবে।

 টেকনিসিয়ান বি পদ

টেকনিসিয়ান বি পদ

টেকনিসিয়ান বি পদের জন্য ২৮টি জায়গা খালি রয়েছে। যেখানে প্রার্থীদের দশম শ্রেণী সহ পাশাপাশি ফিটারে আইটিআই, এনটিসি বা এনএসি, মেশিনিস্ট, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি, প্লাম্বার, কার্পেন্টার, বৈদ্যুতিন, যান্ত্রিক এবং রাসায়নিক ট্রেডার্সরা আবেদন করার জন্য যোগ্য।

কিভাবে আবেদন করবেন

কিভাবে আবেদন করবেন

প্রথমে স্যাক ডট গর্ভমেন্ট ডট ইনে গিয়ে হোমপেজে থাকা ‘‌রিক্রুটমেন্ট'‌ লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদনকারীর কাছে নতুন একটি পেজ খুলে যাবে, এরপর ‘‌অ্যাপ্লাই অনলাইন'‌ লিঙ্কে ক্লিক করে যে পদের জন্য আবেদন করবেন সেখানে ক্লিক করতে হবে। আবেদন সাবমিট করে, আবেদন ফি দেওয়ার লিঙ্কে ক্লিক করে অর্থ প্রদান করে দিন।

English summary
isro is going to appoint 55 posts find out the rules of application
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X