For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়েকশো অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল! অনলাইন আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি

শিক্ষানবিশ (apprenticeship) নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল(iocl)। বিজ্ঞাপনে একদফায় সারা দেশে প্রায় পাঁচশো শিক্ষানবিশ নিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা। এর জন্য প্রার্থীদের আগামী ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

শিক্ষানবিশ (apprenticeship) নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল(iocl)। বিজ্ঞাপনে একদফায় সারা দেশে প্রায় পাঁচশো শিক্ষানবিশ নিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা। এর জন্য প্রার্থীদের আগামী ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

মমতাকে ভাবতে হবে দুজন সম্পর্কে! তাঁর প্রচারে উত্তরবঙ্গের সব আসন তৃণমূলের, বার্তা বিমল গুরুং-এর মমতাকে ভাবতে হবে দুজন সম্পর্কে! তাঁর প্রচারে উত্তরবঙ্গের সব আসন তৃণমূলের, বার্তা বিমল গুরুং-এর

সব মিলিয়ে শূন্যপদ ৪৯৩

সব মিলিয়ে শূন্যপদ ৪৯৩

৪৯৩ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। যা করা হবে অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী। এর বিজ্ঞপ্তি নম্বরটি হল IOCL/MKTG/SR/APPR/2020-21 Phase-1.

যেসব পদে নিয়োগ করা হবে

যেসব পদে নিয়োগ করা হবে

যেসব ডিসিপ্লিনে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, সেগুলি হল, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্ট্যান্ট, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট।

বয়সসীমা

বয়সসীমা

৩১ অক্টোবর ২০২০-র নিরিখে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা

যোগ্যতা

ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট)-এর জন্য ১০ম শ্রেণি পাশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই পাশ হতে হবে।

ট্রেড অ্যাপ্রেন্টিস ( অ্যাকাউন্ট্যান্ট)-এর জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক। তবে তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীরা ৪৫ শতাংশ নম্বর পেলেও আবেদন করতে পারবেন।

ডেটা এন্ট্রি অপারেটর (ফ্রেশার)- এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বাদশ শ্রেণি পাশ। যাঁদের স্লিলড সার্টিফিকেট আছে তাঁরা বাড়তি সুবিধা পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

http://iocl.onlinereg.in/ioclsrreg1120/home.aspx-এ লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও আবেদনকারীদের ইমেল আইডি এবং ফোন নম্বর দিতে হবে। আবেদন করতে হবে ১২ ডিসেম্বরের মধ্যে।

পুরো বিজ্ঞপ্তিটি দেখতে হলে যেতে হবে, https://iocl.com/PeopleCareers/PDF/1.0_Fulltext_Advertisement_2020_21_Phase-I.pdf-এ

English summary
IOCL is recruiting 493 apprentice through out India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X