For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্টেলিজেন্স ব্যুরোতে কয়েক হাজার অফিসার নিয়োগ! আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি

ইন্টেলিজেন্স ব্যুরোতে কয়েক হাজার অফিসার নিয়োগ! আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি

  • |
Google Oneindia Bengali News

বড় সংখ্যায় লোক নিয়োগ (jobs) করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা ইন্টেলিজেন্স ব্যুরো। কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই আবেদন করা যাবে। নিয়োগ করা হবে লেখা পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে।

সব মিলিয়ে শূন্যপদ প্রায় ২০০০

সব মিলিয়ে শূন্যপদ প্রায় ২০০০

জানা গিয়েছে, সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা প্রায় ২ হাজার। এর মধ্যে অসংরক্ষিত ৯৮৯, ইডব্লুএস ১১৩, ওবিসি ৪১৭, তপশিলি জাতি ৩৬০, তপশিলি উপজাতি ১২১।

বেতনক্রম

বেতনক্রম

লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০ থেকে ১৪২৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এছাড়াও কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। আবেদন করার সময়েই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।

বয়স

বয়স

২০২১-এর ৯ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৮ থেকে ১৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

 প্রার্থী বাছাই

প্রার্থী বাছাই

প্রথমে লেখা পরীক্ষা এবং পরে ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষা হবে দুটি ধাপে। প্রথম ধাপে ১০০ নম্বরের অবজেকটিভ টাইপের প্রশ্ন থাকবে। একঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। পরেই হবে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা। সেখানে ৫০ নম্বরের পরীক্ষা, সময় এক ঘন্টা। এসে, ইংরেজি কম্প্রিহেনশন, প্রেসি রাইটিং থাকবে। শেষে হবে ইন্টারভিউ, ১০০ নম্বরের। এই রাজ্যে পরীক্ষা কেন্দ্র হবে, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, হুগলি, কল্যাণীতে।

আবেদনের ফি

আবেদনের ফি

সাধারণ পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং রিক্রুটমেন্ট প্রসেসিং ফি ৫০০ টাকা। তবে তফশিলি জাতি উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে না। তাঁদের দিতে হবে রিক্রুটমেন্ট প্রসেসিং ফি। অনলাইনেই ফি জমা দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

www.mha.gov.in কিংবা www.ncs.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারীর ইমেল আইডি এবং মোবাইল নম্বর রেডি রাখতে হবে। ৯ জানুয়ারি, ২০২১ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়।

English summary
Intelligence bureau under Ministry of Home affairs recruiting 2000 assistant officers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X