For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের শ্রম দফতরের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

রাজ্যের শ্রম দফতরের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দফতরের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স কত হওয়া প্রয়োজন, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, কীভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রাজ্যের শ্রম দফতরের একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

শূন্যপদ : ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিস (কেমিক্যাল)

মোট শূন্যপদ : ৩

বিজ্ঞপ্তি নম্বর : ০৫/২০২১

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।

২) ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা ম্যানুফেকচারিং কনসার্ন বা প্ল্যান্ট রেপুটে কমপক্ষে ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা।

বয়সের সীমা
১) জেনারেল - সর্বাধিক ৩৬ বছর।

২) ওবিসি - সর্বাধিক ৩৯ বছর।

৩) এসসি/এসটি - সর্বাধিক ৪১ বছর।

৪) শারীরিক প্রতিবন্ধী - সর্বাধিক ৪৫ বছর।

আবেদনের ফি
১) জেনারেল - ২১০ টাকা + জিএসটি + কনভেনিয়েন্স ফি।

২) এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী - কোনও টাকা দিতে হবে না।

৩) নেট ব্যাঙ্কিং/ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিতে হবে।

বেতন
১) পে লেভেল - ১৭

২) পে স্কেল - প্রতি মাসে ৬৭,৩০০ টাকা থেকে ১,৭৩,২০০ টাকা।

৩) নতুন বেসিক - প্রতি মাসে ৬৭,৩০০ টাকা।

৪) মাসিক সর্বপ্রথম গ্রস - প্রতি মাসে ৭৭,৮৯৫ টাকা।

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা

২) ইন্টারভিউ

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু - ১৩ এপ্রিল ২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩ মে ২০২১

৩) আবেদনের ফি জমা দেওয়ার শেষ দিন - ৩ মে ২০২১

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করা যাবে।

২) https://wbpsc.gov.in/Download?param1=An_20210412121939_Advt5-2021.pdf¶m2=advertisement লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি পড়া যাবে।

৩) https://wbpsc.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

English summary
Inspector of Factories will recruit in West Bengal's labour department
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X