
Indian Navy Recruitment: ১৪০০ শূন্যপদে নিয়োগ করবে নৌবাহিনী! ১২ পাশ করেই করুন আবেদন
Indian Navy SSR Recruitment 2022: ভারতীয় নৌসেনা (Indian Navy)-তে চাকরির সুযোগ। সিনিয়র স্যাকেন্ডারি রিক্রুটমেন্ট (SSR)-এর মাধ্যমে Agniveer হিসাবে ব্যাপক নিয়োগ। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে উল্লেখ (Indian Navy SSR Recruitment 2022) করা হল। শীঘ্র এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে করতে হবে
Indian Navy -এর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে Indian Navy -এর অফিসিয়াল ওয়েবসাইটে (Indian Navy SSR Recruitment 2022) গিয়ে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://www.joinindiannavy.gov.ইন/ ক্লিক করতে বলা হয়েছে। এছাড়াও সরাসরি এই লিঙ্কে- joinindiannavy.gov.ইন ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করতে পারা যাবে। এজন্যে আগামী ৮ ডিসেম্বর থেকে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

১৭ ডিসেম্বর পর্যন্ত এই পদের জন্যে আবেদন
মোট ১৪০০ শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এজন্যে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে ভারতীয় (Indian Navy SSR Recruitment 2022) নৌসেনা (Indian Navy)-তে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত (SSR Recruitment 2022) বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- Indian Navy SSR Recruitment 2022 Notification PDF ক্লিক করতে হবে বলে জনানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-
SSR - প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে গণিত এবং পদার্থবিদ্যাতে পড়াশুনা থাকতে হবে। এছাড়াও এই বিষয়ে নুন্যতম ক্লাস 12 পাশ আবেদনকারীকে করতে হবে বলেও জানানো হয়েছে। বিস্তারিত আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। অন্যদিকে আবেদন শুল্ক হিসাবে আবেদনকারীকে ৫৫০ টাকা জমা দিতে হবে।

জরুরি তথ্য-
এই পদে আবেদনকারীর জন্ম ১লা মে ২০০২ থেকে ৩১ অক্টোবর ২০০৫ সালের মধ্যে হবে। ফলে দেখে শুনে এই পদের জন্যে আবেদন করুন। তবে যোগ্য প্রার্থীদের আবেদন প্রথমেই শর্ট লিস্ট করা হবে। অনলাইন পরীক্ষার মাধ্যমে তা করতে হবে। এছাড়াও লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর পিএফটি এবং চূড়ান্ত নিয়োগ মেডিকেল পরীক্ষার মাধ্যমে এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।