ভারতীয় সেনাবাহিনীতে একাধিক আইনজ্ঞ নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে আবেদন করবেন?
ভারতীয় সেনাবাহিনীর জার্জেস অ্যাডভোকেট জেনারেল বা জ্যাগ এন্ট্রি স্কিমের মাধ্যমে আইনজ্ঞ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শূন্যপদ
১) মোট শূন্যপদ আটটি।
২) ৬ জন পুরুষ ও ২ জন মহিলা আইনজ্ঞ নিয়োগ করা হবে।
৩) প্রার্থীদের অবিবাহিত হতে হবে।
কীভাবে নিয়োগ
১) শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ।
২) ২০২১ সালের ২৭ অক্টোবর ট্রেনিং হবে।
শিক্ষাগত যোগ্যতা
১) উচ্চ মাধ্যমিকের পর ৫ বছরের কোর্স বা গ্র্যাজুয়েশনের পর ৩ বছরের কোর্সে এলএলবি পড়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাস।
২) রাজ্য বা কেন্দ্রীয় বার কাউন্সেলিংয়ে আইনজীবী হিসেবে নাম নথিভূক্ত থাকতে হবে।
বয়সের সীমা : ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত প্রার্থীর বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
শারীরিক সক্ষমতা
১) পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ১৫৭.৭ সেন্টিমিটার এবং সেই অনুপাতে ওজন হওয়া প্রয়োজন।
২) মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৫২ সেন্টিমিটার ও ওজন ৪২ কেজি হওয়া প্রয়োজন।
ট্রেনিংয়ের সময় : ৪৯ সপ্তাহ ধরে চেন্নাইয়ের অফিসার্স অ্যাকাডেমিতে ট্রেনিং হবে।
বেতন
১) ট্রেনিং চলার সময় প্রতি মাসে স্টাইপেন্ড ৫৬,১০০ টাকা।
২) ট্রেনিং শেষের পর মূল বেতন প্রতি মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা। সঙ্গে অন্যান্য সরকারি ভাতা।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) কাট-অফ মার্কসের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
২) সেই অনুযায়ী প্রার্থীদের এসএসবি-র সাক্ষাৎকারে ডাকা হবে।
৩) এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরুতে ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
১) http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে।
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন ৪ জুন।
৩) http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/JAG_MEN_27.pdf লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখে নিন।