For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Job News: CDS পরীক্ষার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি! বয়সসীমা ও যোগ্যতা একনজরে

Job News: CDS পরীক্ষার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি! বয়সসীমা ও যোগ্যতা একনজরে

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সেনাবাহিনীর উঁচু পদে নিয়োগের জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের বিজ্ঞপ্তি। এব্যাপারে পরীক্ষা নেবে ইউপিএসসি। ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ন্যাভাল অ্যাকাডেমি, এয়ারফএার্স অ্যাকাডেমি এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে এই নিয়োগ করা হবে।

গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছরের ১৬ এপ্রিল এই পরীক্ষা নেবে ইউপিএসসি।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

মোট শূন্যপদের সংখ্যা ৩৪১। এর মধ্যে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে নিয়োগ করা হবে ১০০ জনকে। এছাড়া ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, এয়ারফোর্স অ্যাকাডেমি, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি পুরুষ এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি মহিলায় যথার্পমে ২২, ৩২, ১৭০ এবং ১৭ টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

  • ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও অফিসার্স অ্যাকাডেমির জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
  • ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা ইনস্টিটিউশন থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক হতে হবে।
  • অন্যদিকে এয়ারফোর্স অ্যাকাডেমির ক্ষেত্রে আবেদনকারীকে উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক নিয়ে পাশ করতে হবে। এছাড়া তাকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
বয়সসীমা

বয়সসীমা

ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। (অর্থাৎ ২০০০-এর ২ জানুয়ারি থেকে ২০০৫-এর ১ জানুয়ারির মধ্যে) তবে আবেদনকারীকে অবিবাহিত পুরুষ হতে হবে।
এয়ারফোর্স অ্যাকাডেমির ক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ২৪ বছরের মধ্যে (অর্থাৎ ২ জানুয়ারি ২০০০ থেকে ১ জানুয়ারি ২০০৪)। এক্ষেত্রে আবেদনকারীকে অবিবাহিত পুরুষ হতে হবে।
অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে (অর্থাৎ ২ জানুয়ারি ১৯৯৯ থেকে ১ জানুয়ারি ২০০৫)। এক্ষেত্রে আবেদনকারীকে অবিবাহিত পুরুষ কিংবা মহিলা হতে হবে।

আবেদনের মূল্য

আবেদনের মূল্য

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা ফি দিতে হবে। সেই টাকা অনলাইনে ভিসা, মাস্টার, ডেবিট কার্ড, ইউপিআই-এর মাধ্যমে দেওয়া যাবে। তফশিলি জাতি, উপজাতি এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন মূল্য জমা দিতে হবে না। অনলাইনে আবেদন করা যাবে ২০২৩-এর ১০ জানুয়ারির মধ্যে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে। https://upsconline.nic.in/upsc/OTRP/-এ ক্লিক করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর বৈধ ইমেল ও মোবাইল নম্বর থাকতে হবে। তবে আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে, আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তি ভাল করে পড়ে নিতে।
https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CDS-I-Exam-2023-Engl-211222.pdf

KVS Recruitment 2023: ৫০ শতাংশের কম হলেও শিক্ষক হওয়ার জন্যে করুন আবেদন KVS Recruitment 2023: ৫০ শতাংশের কম হলেও শিক্ষক হওয়ার জন্যে করুন আবেদন

English summary
Indian Army recruitment notice through CDS exam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X