ভারতীয় সেনাবাহিনীর একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
ভারতীয় সেনাবাহিনীর একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোথায়, কোন কোন পদ কারা আবেদন করতে পারবেন, তা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কবের মধ্যে আবেদন করা যাবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই তথ্য।

কোথায় নিয়োগ
মধ্যপ্রদেশের আগার মালওয়া, আলিরাজপুর, বারওয়ানি, বুরহানপুর, দেওয়াস, ধার, ইন্দোর, জাবুয়া, খান্ডওয়া, খারগাঁও, মন্দসৌর, নীমুচ, রতলাম, শাহজাপুর এবং উজ্জয়িনীতে ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ র্যালি হবে।
কী দিন ধার্য করা হয়েছে
২০২১ সালের ২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চলবে এই র্যালি। মধ্যপ্রদেশের দেওয়াসের কুশাভাউ স্টেডিয়ামে হবে এই র্যালি।
অনলাইন রেজিস্ট্রেশন
২০২১ সালের ২০ জানুয়ারি থেকে এই র্যালির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০২১ সালের ৫ মার্চ। ৬ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত সব প্রার্থীর নথিভূক্ত ই-মেলে পাঠিয়ে দেওয়া হবে।
বিভিন্ন পদ
সেনার জেনারেল ডিউটি : ৪৫ শতাংশ নম্বর নিয়ে দশম বা ম্যাট্রিক পাস (প্রতি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর) প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ে ডি গ্রেড পাওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সেনা ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল : এগ্রিগেটে ৬০ শতাংশ বা প্রতি বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও স্ট্রিমে ১০+২ বা ইন্টারমেডিয়েট পরীক্ষা পাস করা প্রার্থী আবেদন করতে পারবেন।
সেনার নার্সিং অ্যাসিস্ট্যান্ট : এগ্রিগেটে ৫০ শতাংশ বা প্রতি বিষয়ে ৪০ শতাংশ নম্বর নিয়ে পদার্থবিদ্যা, রসায়ণ, বায়োলজি এবং ইংরেজিতে ১০+২ বা ইন্টারমেডিয়েট পাস করা প্রার্থী আবেদন করতে পাারবেন।
সেনা টেকনিক্যাল অ্যাভিয়েসন/অ্যামুনিশন এগজামিনার : গ্রিগেটে ৫০ শতাংশ বা প্রতি বিষয়ে ৪০ শতাংশ নম্বর নিয়ে পদার্থবিদ্যা, রসায়ণ, বায়োলজি এবং ইংরেজিতে ১০+২ বা ইন্টারমেডিয়েট পাস করা প্রার্থী আবেদন করতে পাারবেন।
সেনা ট্রেডসমেন অষ্টম পাস : সব বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সেনা ট্রেডসমেন দশম পাস : দশম শ্রেণির পরীক্ষা বা ম্যাট্রিক পরীক্ষার প্রতি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন।