
স্নাতক যোগ্যতায় কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের মাধ্যমে কয়েশো নিয়োগ! পরীক্ষার আয়োজনে UPSC
এইবছরের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের (combined defence service) মাধ্যমে সেনাবাহিনী (indian army), বিমান বাহিনী (air force) ও নৌবাহিনীতে (indian navy) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্নাতক যোগ্যতায় নির্দিষ্ট বয়সের ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন। ১৮ মে প্রকাশিত এই বিজ্ঞপ্তির নম্বর ১১/২০২২।

শূন্যপদ
সব মিলিয়ে ৩৩৯ টি পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ১০০, ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমিতে ২২ এবং এয়ার ফোর্স অ্যাকাডেমিতে ৩২, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (পুরুষ)-এ ১৬৯, অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (মহিলা) ১৬ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে আবেদন করতে হেলে আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাকাডেমির জন্য উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, অঙ্ক-সহ যে কোনও শাখায় স্নাতক কিংবা ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা সংস্থা থেকে ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক যোগ্যতা থাকতে হবে।
স্নাতকস্তরের শেষ বর্ষের প্রার্থীরাও এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের ভাল করে নিয়োগের বিজ্ঞপ্তি পড়ে নি্তে অনুরোধ করা হচ্ছে।

বয়সসীমা
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির ক্ষেত্রে অবিবাহিত পুরুষ, ১৮ থেকে ২৩ বছর( ১৯৯৯-এর ২ জুলাই থেকে ২০০৪-এর ১ জুলাইয়ের মধ্যে)
এয়ারফোর্স অ্যাকাডেমির ক্ষেত্রে ২০-২৪ (১৯৯৯-এর ২ জুলাই থেকে ২০০৩-এর ১ জুলাইয়ের মধ্যে)
ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির ক্ষেত্রে অবিবাহিত পুরুষ, ১৮-২৩ বছর ( ১৯৯৯-এর ২ জুলাই থেকে ২০০৪-এর ১ জুলাইয়ের মধ্যে)
অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (পুরুষ)-অবিবাহিত, ১৮-২৪ বছর (১৯৯৮-এর ২ জুলাই থেকে ২০০৪-এর ১ জুলাইয়ের মধ্যে)
অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (মহিলা)-অবিবাহিত, ১৮-২৪ বছর (১৯৯৮-এর ২ জুলাই থেকে ২০০৪-এর ১ জুলাইয়ের মধ্যে)

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। শেষ তারিখ ২০২২-এর ৭ জুন। আবেদনের ফি হিসেবে দিতে হবে ২০০ টাকা। তবে এসসি/এসটি প্রার্থীদের ফি লাহবে না। পাশাপাশি অনলাইনে আবেদন করার সময় ২০ কেবি থেকে ৩০০ কেবি সাইজের পাসপোর্ট সাইডের ছবি এবং স্ক্যান করা স্বাক্ষর রেডি রাখতে হবে।
https://www.upsc.gov.in/sites/default/files/ExamNoti_CDS_II_2022_Eng_18052022.pdf- এখানে ক্লিক করে আবেদন করার আগে আবেদন করার আগে পুরো বিজ্ঞপ্তিটি পড়ে নিয়ে অনুরোধ করা হচ্ছে।