For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উচ্চমাধ্যমিক পাশের পরই বায়ুসেনায় চাকরির সুযোগ! এয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য একনজরে

  • |
Google Oneindia Bengali News

২০২১ ভারতীয় বায়ুসেনার নিয়োগ নিয়ে নয়া নোটিস জারি হয়েছে। সেখানে অবিবাহিত পুরুষদের গ্রুপ এক্স ট্রেড (এডুকেশন ইনস্ট্রাক্টর ট্রেড বাদে) ও গ্রুপ ওয়াই ট্রেড ( বায়ুসেনার নিরাপত্তা ও মিউজিশিয়ার ট্রেড বাদে) পদে নিয়োগ চলছে। ২২ জানুয়ারি থেকে অনলাইনে এই নিয়োগের আবেদন জমা নেওয়া শুরু হবে। ঐবেদন জমার শেষদিন ৭ ফেব্রুয়ারি। একনজরে দেখা যাক এই চাকরির আবেদন সংক্রান্ত তথ্য।

 শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করার পরই এই পদে আবেদন করা যাবে। তবে দ্বাদশ শ্রেণিতে অঙ্ক, পদার্থবিদ্যা, ইংরেজি থাকতে হবে। এছাড়াও পরীক্ষার মোট ফলাফলে ন্যূনতম ৫০ শতাংশ ও উপরোক্ত বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। গ্রুর ওয়াইয়ের ক্ষেত্রে যেকোনও বিষয়ে ৫০ শতাংশ নম্বর আবশ্যিক।

বেতন ও বয়স

বেতন ও বয়স

এই পদগুলিতে আবেদনের জন্য ২০০১ সালের ১৬ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর ২০০৮ সালের মধ্যে থাকতে হবে জন্ম তারিখ। চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হলে, যোগদানের সময় প্রার্থীর বয়য় ২১ বছর থাকতে হবে। পদে নিযুক্ত হলে বেতন হিসাবে ১৪৬০০ টাকা স্টাইপেন্ড হবে। এক্সট্রেডের মূল বেতন ৩৩১০০ টাকা, ওয়াই ট্রেডের বেতন ২৬৯০০ টাকা।

 আবেদন ফি ও আবেদন পদ্ধতি

আবেদন ফি ও আবেদন পদ্ধতি

এই আবেদন অনলাইনে করতে হবে। এরজন্য ২৫০
টাকা ডেবিট, ক্রেডিট, অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাক্সিস ব্যাঙ্কের মাধ্যমে চালান মারফত দেওয়া হবে। কোন কোন পরিচয় পত্র দিতে হবে জমা, তা ওয়েবসাইটে স্পষ্ট দেওয়া রয়েছে। মেলের ঠিকানা airmenselection.cdac.in। বিজ্ঞপ্তি দেখা যাবে , http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_18_2021b.pdf এই লিঙ্কে।

যোগ্যতা সম্পর্কে কিছু তথ্য

যোগ্যতা সম্পর্কে কিছু তথ্য

দুটি পদে নিয়োগের ক্ষেত্রেই উচ্চতা ১৫২.৫ সেন্টিমিটার প্রয়োজন। অপারেশনস অ্যাসিসটেন্ট ট্রেডের জন্য ৫৫ কেজি ওজন প্রয়োজন। বুকের ছাতি ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে। ৬ মিটার দূর থেকে ফিশফিশিয়ে কোনও কথা শোনার ক্ষমতা থাকতে হবে।

English summary
Indian Air Force Recruitment 2021 details for airman in group X and Y
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X