For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Income Tax Recruitment: কলকাতায় আয়কর বিভাগে কর্মী নিয়োগ, স্নাতক হলেই করা যাবে আবেদন

করোনা পরিস্থিতিতে বদল হচ্ছে সবকিছু। চাকরির বাজারেও বড়সড় পরিবর্তন হয়েছে। মানুষ বাড়িতে থেকে কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তবে ধীরে ধীরে ফের একবার পরিস্থিতি বদল হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

Govt Jobs, Income Tax Recruitment 2022 : করোনা পরিস্থিতিতে বদল হচ্ছে সবকিছু। চাকরির বাজারেও বড়সড় পরিবর্তন হয়েছে। মানুষ বাড়িতে থেকে কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তবে ধীরে ধীরে ফের একবার পরিস্থিতি বদল হচ্ছে। করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রনে।

বাড়ি ছেড়ে অফিসে ফিরছেন কর্মীরা। এই অবস্থায় নতুন করে তৈরি হচ্ছে চাকরির বাজার। সরকারি এবং বেসরকারি ক্ষেত্রেই এই নিয়োগ শুরু হতে চলেছে।

বড়সড় নিয়োগের পথে আয়কর বিভাগ

বড়সড় নিয়োগের পথে আয়কর বিভাগ

এই অবস্থায় বড়সড় নিয়োগের পথে আয়কর বিভাগ। ভারতীয় আয়কর বিভাগের মধ্যে Income Tax Appellate Tribunal -এর মধ্যে এই নিয়োগ হবে। ব্যক্তিগত সচিব ক্ষেত্রে এই নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মান্যতা প্রাপ্ত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

শূন্যপদের জন্যে এই নিয়োগ হতে চলেছে

শূন্যপদের জন্যে এই নিয়োগ হতে চলেছে

জানা গিয়েছে, মোট ৩৪টি শূন্যপদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। তবে এই আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। জানা যাচ্ছে, ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে এই আবেদন করতে হবে। ওয়েবসাইটি হল- https://itat.gov.ইন/। এই ওয়েবসাইটেই আবেদনের ফর্ম দেওয়া রয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ১১ এপ্রিল, ২০২২। এই সময়ের মধ্যেই আবেদনকারীর আবেদন পৌঁছতে হবে সংস্লিষ্ঠ ঠিকানাতে।

কলকাতাতেও মিলবে চাকরি-

কলকাতাতেও মিলবে চাকরি-

Income Tax Appellate Tribunal-এ Private Secretaries পদের জন্যে এই নিয়োগ হতে চলেছে। আর এই নিয়োগ মুম্বই, নাগপুর, পঞ্জী, নই দিল্লি, আগরা, লখনউ, চেন্নাই, জব্বলপুর, কলকাতা, রাজকোট, সুরত সহ বেশ কয়েকটি জায়গার জন্যে এই নিয়োগ হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ ডেপুটেশনের জন্যে হবে।

মোটা অঙ্কের বেতন-

মোটা অঙ্কের বেতন-

Senior Private Secretary পদের জন্যে নিয়োগের মোটা অঙ্কের বেতন হবে। Income Tax Appellate Tribunal-শূন্যপদের যোগ্য প্রার্থীকেই নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীর বেতন হবে- গ্রেড পে ৪৮০০ টাকার সঙ্গেই পে স্কেল ৯৩০০ থেকে ৩৪৮০০ টাকা। আবেদনের আগে অবশ্যই জরুরি তথ্য গুলি জেনে নেওয়াটা প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

কেন্দ্রীয় সরকারের Private Secretary cadre তিন বছর পূর্ণ করতেই হবে আবেদনলারী। এছাড়াও ১২০ শব্দ প্রতি মিনিটের প্রসেসিং স্পিড থাকতে হবে। কম্পিউটার কাজে যথেষ্ট দখলদারি থাকতে হবে। এছাড়াও এমএস অফিসের বিষয়েও আবেদনকারীকে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

English summary
Income Tax Recruitment: Recruitment at income tax office in kolkata and various place in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X