For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরিস্থিতিতে বাড়ি বসে কাজই নিরাপদ! ওয়ার্ক ফ্রম হোমের চাহিদা বেড়েছে ৪৪২ শতাংশ

করোনা পরিস্থিতিতে বাড়ি বসে কাজই নিরাপদ! ওয়ার্ক ফ্রম হোমের চাহিদা বেড়েছে ৪৪২ শতাংশ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে ‌লকডাউনের কারণে গোটা বিশ্বজুড়ে ধুম পড়েছে '‌ওয়ার্ক ফ্রম হোম’‌ বা বাড়ি বসে কাজ করার। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে ভারতে দূর থেকে কাজ বা বাড়ি বসে কাজের অনুসন্ধান ফেব্রুয়ারি থেকে জুলাইতে ৪৪২ শতাংশ বেড়েছে।

বর্তমানে বেশি জনপ্রিয়

বর্তমানে বেশি জনপ্রিয়

কোভিড-১৯ মহামারি চলাকালীন, অনেক চাকরিই দ্রুত পরিণত হয়েছে ওয়ার্ক ফ্রম হোমে। যদিও ‌তা অস্থায়ী, কিন্তু তার মধ্যে রয়েছে যথেষ্ট নমনীয়তা। এই ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি বসে কাজের মধ্যেই বিভিন্ন চাকরির বিকল্প যুক্ত করা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতির ওপর নজর রেখে। বিশ্বব্যাপী চাকরির সাইটগুলির রিপোর্ট অনুযায়ী, এটি আগের চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

চাকরির পোস্টিং বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সেক্টরে

চাকরির পোস্টিং বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সেক্টরে

রিপোর্টে বলা হয়েছে, সফটওয়্যার প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং মার্কেটিংয়ের মতো সেক্টরে চাকরির পোস্টিং বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ডেলিভারি পার্সন এবং তথ্যপ্রযুক্তি ম্যানেজারের সুযোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি থেকে জুলাইতে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। দেখা গিয়েছে, নিয়োগকর্তারা প্রথম থেকেই লক্ষ্য করতে শুরু করেছেন বর্ধিত উৎপাদদন এবং মনোবলের সুবিধাগুলি, যা ঘরে বসে এবং দূরবর্তী কাজের জন্য আরও বেশি সুযোগের দিকে পরিচালিত করে।

ওয়ার্ক ফ্রম হোমের অনুসন্ধান

ওয়ার্ক ফ্রম হোমের অনুসন্ধান

জানা গিয়েছে, ৪৪২ শতাংশের বেশি মানুষ ভারতে বাড়ি বসে কাজের সুযোগের সন্ধান করেছেন ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে। ইনডিড ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শশী কুমার বলেন, ‘‌নমনীয়তা বরাবরই চাকরি প্রার্থীদের চাকরির সুযোগের এক গুরুত্বপূর্ণ দিক ছিল, বিশেষ করে মিলেনিয়ানদের ক্ষেত্রে, যাঁরা বর্তমানে ভারতের অর্ধেকেরও বেশি শ্রমজীবীদের তৈরি করেছেন।'‌

এতে লাভ হচ্ছে সংস্থারই

এতে লাভ হচ্ছে সংস্থারই

কুমার আরও যোগ করে জানান যে এ জাতীয় চ্যালেঞ্জপূর্ণ সময়ে, দূরবর্তী অবস্থান থেকে কাজ চালিয়ে যাওয়ার সক্ষমতা কেবল চাকরিপ্রার্থীর দক্ষতার জন্য নয়, সংস্থাটিকে ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করার জন্য একটি সম্পদ হিসাবে কাজ করে। চাকরী সন্ধানকারীরা অর্থ উপার্জনের সুযোগ সন্ধান করে সাড়া দিচ্ছেন

 ট্রাম্পের নয়া ভিসা নীতির পদক্ষেপে ভারতীয়দের কপালে ভাঁজ! এইচওয়ানবি নিয়ে আমেরিকায় তোলপাড় ট্রাম্পের নয়া ভিসা নীতির পদক্ষেপে ভারতীয়দের কপালে ভাঁজ! এইচওয়ানবি নিয়ে আমেরিকায় তোলপাড়

English summary
in corona situation 442 percent job seekers of the country are looking for work from home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X