For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে কর্মসংস্থানের প্রবল কমতি শুরু! কিভাবে বিপাকে পড়ছে যুবসমাজ

করোনার জেরে কর্মসংস্থানের প্রবল কমতি শুরু! কিভাবে বিপাকে পড়ছে যুবসমাজ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে একটা গোটা প্রজন্ম প্রবল সমস্যায় পড়েছে। ক্রমাগত চাকরির বাজারে তাঁদের সুযোগের কমতি দেখা গিয়েছে। যার ফলে এই যুবক যুবতীরা চাকরির থেকে যেমন দূরে সরে যাচ্ছেন , তেমনই নতুন প্রজন্ম স্কুল কলেজেরে সেশন শুরুর ক্ষেত্রেও বড় ধাক্কা খাচ্ছে। একনজরে চাকরির বাজার নিয়ে কিছু পরিসংখ্যান দেখা যাচ্ছে।

 চাকরি ও যুব সমাজ

চাকরি ও যুব সমাজ

এবছরের এপ্রিল মাসের থেকে জুলাই মাসের মধ্যে বহু মানুষ কাজ হারিয়েছেন। ভারতের ১.৫ শতাংশ কর্মীর মধ্যে পড়ে ১৫ থেকে ১৯ বছরের কর্মীরা। আর সেই বয়স সীমায় এই চাকরি হারানোর জেরে অবসাদে পড়েছে বলে দাবি তথ্যের।

জুলাই থেকে পরিস্থিতি কেমন?

জুলাই থেকে পরিস্থিতি কেমন?

চাকরি ছাঁটাইয়ের সমস্যা জুলাই মাস থেকে কিছুটা কমেছে। তবে প্রভাব পড়েছে চাকরির বাজারের মন্দার প্রভাব পড়েছে ২৫ থেকে ৩৪ বছরের মানুষের মধ্যে। মোট ৮৬ লাখ চাকরি হারিয়েছেন ৩০ থেকে ৩৯ বছরের মানুষরা।

সুখবরও রয়েছে!

সুখবরও রয়েছে!

এই চাকরি হারানো ও চাকরিতে পা রাখা নিয়ে দেখা গিয়েছে কিছু ইতিবাচক দিক। দেখা গিয়েছে ৫০ থেকে ৫৯ এর মধ্যে থাকা ৩০ লাখ মানুষ এই মন্দার বাজারেও চাকরি পেয়েছেন। একই ঘটনা ৪০ থেকে ৪৯ এর বয়সে। এমনকি ষাটোর্ধ মানুষরাও এই সময়ে ৩০ লাখ নতুন কর্মসংস্থানের দিশা পেয়েছেন।

তথ্য প্রযুক্তি সংস্থা 'অ্যাকসেঞ্চার' থেকে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা! পুজোর আগে কোন দুঃসংবাদতথ্য প্রযুক্তি সংস্থা 'অ্যাকসেঞ্চার' থেকে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা! পুজোর আগে কোন দুঃসংবাদ

English summary
Impact of Coronavirus on insustry as firms dwindle for youngsters as firms defer expansion plans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X