For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICG Navik Recruitment 2022 : ক্লাস ১০ পাশে কোস্ট গার্ডে ব্যাপক চাকরি

ICG Navik Recruitment 2022 : ক্লাস ১০ পাশে কোস্ট গার্ডে ব্যাপক চাকরি

  • |
Google Oneindia Bengali News

চাকরির বাজারে বড় খবর! ইন্ডিয়ান কোস্ট গার্ডে (indian coast guard) একাধিক পদের জন্যে নিয়োগের সিদ্ধান্ত। নাবিক সহ একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন জারি করা হয়েছে। ভারতীয় কোস্ট গার্ডের (indian coast guard) তরফেও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিও। যদিও এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৪ জানুয়ারি ২০২২ সাল থেকে শুরু হবে। অনলাইনের মাধ্যমেই এই পদের জন্যে আবেদন করা যাবে। ফলে দেরি না করে এখনই আবেদন করার কথা বলা হয়েছে।

আবেদনের শেষ তারিখ ১৪ জানুয়ারি

আবেদনের শেষ তারিখ ১৪ জানুয়ারি

ভারতীয় কোস্ট গার্ডে চাকরি পাওয়া মানে ভারতীয় জলসীমায় দাঁড়িয়ে দেশের জন্যে সুরক্ষার ভার তুলে নেওয়া। শুধু তাই নয়, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও বড় একটা সুযোগ। আগামী বছরের ৪ জানুয়ারি মাস থেকে এই আবেদন শুরু হবে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ১৪ জানুয়ারি। এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের। এরপর আবেদন করলে তা বাতিল হয়ে যাবে।

কোন পদে কত নিয়োগ

কোন পদে কত নিয়োগ

অতিরিক্ত এই বিষয়ে আরও জানতে হলে ইন্ডিয়ান কোস্ট গার্ডের (ICG Navik Recruitment 2022) ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটি হল- https://joinindiancoastguard.cdac.in/। কোস্ট গার্ডে'র তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্ডিয়ান কোস্ট গার্ডের নাবিক পদের জন্যে নিয়োগ করা হবে। তবে এর মধ্যেও নাবিক জিডি। নাবিক যাত্রিক মেকানিকাল এবং নাবিক ডিবি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। আর এর মধ্যে নাবিক জিডি শূন্যপদের জন্যে ২৬০ শূন্যপদ এবং নাবিল ডিবি-র জন্যে ৩৫টি শূন্যপদ। নাবিক যান্ত্রিক মেকানিক্যালের জন্যে ২৭টি শূন্যপদ রয়েছে। ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আবেদন ফর্ম ভরার সময়ে বিশেষ ধ্যান দিতে হবে আবেদনকারীকে। যে কোনও ভুলে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন।

চাকরি পেতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন

চাকরি পেতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন

ইন্ডিয়ান কোস্ট গার্ডের নাবিক জিডি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। এই পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম Physics কিংবা অঙ্ক নিয়ে পাশ করতেই হবে। দেশের যে কোনও মান্যতা রয়েছে এই বোর্ড থেকে পাশ করলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। নাবিক ডিবি পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। পাশাপাশি ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক যান্ত্রিক মেকানিক পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভালো করে কোস্ট গার্ডের বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

পরিস্থিতি স্বাভাবিক হতেই তৈরি হচ্ছে কাজের বাজার

পরিস্থিতি স্বাভাবিক হতেই তৈরি হচ্ছে কাজের বাজার

গত এক বছরের বেশি সময়ে করোনা পরিস্থিতি ছিল দেশে। লকডাউন থেকে শুরু করে একের পর এক ঘটনা গিয়েছে। যার জেরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে। রাতারাতি ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়। কাজের বাজারে বড়সড় ধস নামে। সেখানে দাঁড়িয়ে ফের একবার চাঙ্গা হচ্ছে পরিস্থিতি। ভ্যাকসিনেশনের কারনে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রনে করোনা। খুলতে শুরু করেছে অফিসগুলি। আর তা খুলতেই নতুন করে ফের তৈরি হচ্ছে কাজের বাজার।

English summary
ICG Navik Recruitment 2022 : One can apply for coast Guard job as 10 pass, know how to apply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X