For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বের হতে চলেছে আইবিপিএস-এর বিজ্ঞপ্তি! ব্যাঙ্কে হাজার হাজার নিয়োগ, আবেদন শুরু ২৩ অক্টোবর থেকে

বের হতে চলেছে আইবিপিএস-এর বিজ্ঞপ্তি! ব্যাঙ্কে হাজার হাজার নিয়োগ, আবেদন শুরু ২৩ অক্টোবর থেকে

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্কে (bank) নিয়োগের (job) বিজ্ঞপ্তি বের হতে চলেছে। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্ল্যারিকাল ক্যাডারে অনলাই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন এবং আবেদন পত্রের জন্য বলছে তারা। আইবিপিএস-এর তরফে বলা হয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সম্ভাব্য তারিখ ২৩ অক্টোবর থেকে ৬ নভেম্বর।

মূল বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বরের, শূন্যপদ ২৫৫৭

মূল বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বরের, শূন্যপদ ২৫৫৭

এবিষয়ে মূল বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বরের। আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর থেকে। ক্লার্ক পরীক্ষায় প্রেলিমিনারি এবং মেন পরীক্ষার পর ২৫৫৭ জনকে নিয়োগ করার কথা বলা হয়েছিল।

যাঁরা ২ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করতে পারেননি তাঁদের জন্য

যাঁরা ২ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করতে পারেননি তাঁদের জন্য

আইবিপিএস-এর তরফে বলা হয়েছে, এই প্রক্রিয়া শুধুমাত্র তাঁদের জন্য যাঁরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তাঁদের জন্যই এই সুবিধা যাঁরা ২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সফলভাবে রেজিস্ট্রেশন করতে পারেননি।

পরীক্ষার তারিখ

পরীক্ষার তারিখ

আইবিপিএস-এর প্রেলিমিনারি পরীক্ষা হবে ৫, ১২ ও ১৩ ডিসেম্বর। মেনের পরীক্ষা নেওয়া হবে ২০২১-এর ২৪ জানুয়ারি। পরীক্ষা নেওয়া হবে ইংরেজি ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি, রিজিনিং এবিলিটির ওপর। প্রেলিমিটারি পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরের। ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে ১ ঘন্টার মধ্যে। যাঁরা প্রেলিমিনারিতে পাশ করবেন, তাঁরা মেন পরীক্ষায় সুযোগ পাবেন। মেইন পরীক্ষা হবে ২ ঘন্টা ৪০ মিনিটের। পরীক্ষা হবে ২০০ নম্বরের। যার মধ্যে থাকবে জেনারেল /ফিনান্স অ্যাওয়ারনেস সেকশন, জেনারেল ইংলিশ সেকশন, রিজিনিং এবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউড সেকশন এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড সেকশন।

বয়সসীমা

বয়সসীমা

১ সেপ্টেম্বর, ২০২০-র নিরিখে বয়স হতে হবে ২০ বছর। বয়সের সর্বোচ্চ সীমা ২৮ বছর।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে নিয়োগ প্রক্রিয়ায় ১১ টি ব্যাঙ্ক যুক্ত রয়েছে। যার মধ্যে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র।


দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

ভোটের অঙ্কটাই বড়! দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের রায় কি আদৌ লাগু করবেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন অধীরেরভোটের অঙ্কটাই বড়! দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের রায় কি আদৌ লাগু করবেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন অধীরের

{quiz_399}

English summary
IBPS has decided to reopen registration window to invite application for clerical posts from 23 October
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X