ব্যাঙ্কে হাজার হাজার পদে নিয়োগ! পরীক্ষার দিন ঘোষণা করল আইবিপিএস
ব্যাঙ্কে (bank) নিয়োগের (job) বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল। এবার অনলাইন পরীক্ষার দিন ঘোষণা করল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রবেশনারি অফিসার এবং ক্লার্ক পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া শুরু হবে ৩০ জানুয়ারি। শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।
যেসব বিজ্ঞপ্তির জন্য পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে সেগুলি একনজরে,

CRP RRB IX
অফিসার স্কেল-১ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট( বহুমুখি)। অফিসার স্কেল-১ -এর পরীক্ষা হবে ২০২১-এর ৩০ জানুয়ারি। আর অফিস অ্যাসিস্ট্যান্ট( বহুমুখি)-র পরীক্ষা নেওয়া হবে ২০২১-এর ২০ ফেব্রুয়ারি।

CRP PO/MT X
প্রবেশনারি অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেনি। পরীক্ষা নেওয়া হবে ২০২১-এর ৪ ফেব্রুয়ারি।

CRP Clerks X
ক্লার্ক। পরীক্ষা নেওয়া হবে ২০২১-এর ২৮ ফেব্রুয়ারি।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া কোভিড প্রোটোকল মেনে পরীক্ষাগুলি নেওয়া হবে বলে জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে, সামাজিক দূরত্ব, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা। চাকুরি প্রার্থীদের নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। আর পরীক্ষার সময় শেষ হওয়ার পরেই তাঁদেরকে পরীক্ষা কেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়া হবে।

আবেদনের শেষ দিন ৯ নভেম্বর
অন্যদিকে আইবিপিএস আরআরবি, পিও, ক্লার্ক পরীক্ষা ২০২০-র আবেদনের সীমা নতুন করে বাড়িয়েছে। সেই আবেদন জমা দেওয়ার শেষ দিন হল ৯ নভেম্বর ২০২০। যাঁরা জুলাইয়ে আবেদন করেছিলেন, তাঁদের আর আবেদন করতে হবে না।

আহমেদাবাদে কাপড়ের গুদামে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু ৯ জনের, আটকে রয়েছে আরও ৫ জন