For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেলা ১২ টা থেকেই দেখা যাবে HS Result! কীভাবে দেখবেন একনজরে বিস্তারিত

বেলা ১২ টা থেকেই দেখা যাবে HS Result! কীভাবে দেখবেন একনজরে বিস্তারিত

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের ফলাফল। জীবনের অন্যতম বড় পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে। গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ঠিক এক সপ্তাহের মাথায় আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল। সকাল ১১টার সময়ে এই ফলাফল প্রকাশ হতে চলেছে বলে জানা গিয়েছে। তবে দুপুর ১২টা থেকে ফলাফল দেখতে পাওয়া যাবে অনলাইনে। এমনটাই জানা যাচ্ছে।

রেকর্ড সংখ্যায় পরীক্ষার্থী

রেকর্ড সংখ্যায় পরীক্ষার্থী

গত ২ এপ্রিল পরীক্ষা হয়েছিল। এবার ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। কার্যত রেকর্ড সংখ্যায় ছাত্র-ছাত্রী এবার পরীক্ষায় বসে। এমনকি এবার উচ্চ মাধ্যমিকে নজিরবিহীন ভাবে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে উচ্চ মাধ্যমিকের। কার্যত রেকর্ড সময়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ফলাফল প্রকাশ করছে বলে জানানো হয়েছে। তবে এজন্যে শিক্ষকদের ধন্যবাদ দিয়েছেন সংসদ কর্তারা।

মার্কসিট পেতে দেরি হতে পারে-

মার্কসিট পেতে দেরি হতে পারে-

তবে আগামীকাল ১০ তারিখ ফলাফল প্রকাশ করা হলেও মার্কসিটের হার্ড কপি পেতে কয়েকদিন সময় লাগবে বলেই জানা গিয়েছে। সংসদ সূত্রে জানা গিয়েছে, প্রায় লক্ষাধিক ছাত্র-ছাত্রীর মার্কশিট এই অল্প সময়ে ছাপানো সম্ভব হয়নি। ফলে মার্কসিটের হার্ড কপি পেতে কিছুটা সময় লাগবে বলেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে। তবে অনলাইন থেকে মার্কসিটের একটি প্রতিলিপি প্রিন্ট নেওয়া যাবে বলে জানা যাচ্ছে।

একাধিক ওয়েবসাইট থেকে দেখা যাবে-

একাধিক ওয়েবসাইট থেকে দেখা যাবে-

বেলা ১২ টা থেকে একাধিক ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এমনটাই জানা যাচ্ছে। যেমন দেখতে পাওয়া যাবে - wbchse.nic.ইন, wbresults.nic.ইন-এর মতো ওয়েবসাইটে। এছাড়াও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও ফলাফল দেখতে পাওয়া যাবে। এছাড়া অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও ফলাফল দেখতে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। যেমন অ্যাপে দেখতে হলে WBCHSE Results 2022 এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপরে সেখানে নিজের মোবাইল নম্বর এবং নাম, বিষয় দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর যেমন ভাবে বলা হয়েছে সেভাবে তথ্য দিলেই ফলাফল জানা যাবে।

জানা যাবে মেসেজের মাধ্যমেও

জানা যাবে মেসেজের মাধ্যমেও

ফোন থেকে মেসেজ করেও উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে। নম্বরগুলি হল - 56070 এবং 5676750। প্রথমে এই নম্বরে WB12 তারপরে রোল নম্বর লিখতে হবে। এরপর সংশ্লিষ্ট নম্বরে পাঠিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে ফলাফল ভেসে উঠবে । বলে রাখা প্রয়োজন, করোনা অবস্থায় এই বছর হোম স্কুলে অফলাইনে পরীক্ষা হয়েছে। কড়া নিরাপত্তারয় বিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে শুক্রবার ফলাফল কেমন হয় সেদিকেই নজর সবার।

নবী বিতর্কে গ্রেফতারি চেয়ে মমতা বললেন, 'এতে দেশের মন বিভক্ত হয়'নবী বিতর্কে গ্রেফতারি চেয়ে মমতা বললেন, 'এতে দেশের মন বিভক্ত হয়'

English summary
HS Result out 2022: Higher secondary result to be out on Friday, students can watch from 12pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X