For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

How to Become a TTE: রেলে TTE হিসাবে কীভাবে যোগ দেবেন? যোগ্যতাই বা কী প্রয়োজন হয়?

ট্রেনে উঠতে গেলে টিকিট কাটতে হয়। আর ট্রেনের ওঠার পরেও শান্তি নেই! সেই টিকিট দেখতে হয় টিকিট পরীক্ষক কিংবা টিটিই কাছে। এমনকি স্টেশনেও TTE থাকেন। যারা প্লার্টফর্ম টিকিট চেক করে থাকেন।

  • |
Google Oneindia Bengali News

How to Become a TTE in Railway, TT kaise bane: ট্রেনে উঠতে গেলে টিকিট কাটতে হয়। আর ট্রেনের ওঠার পরেও শান্তি নেই! সেই টিকিট দেখতে হয় টিকিট পরীক্ষক কিংবা টিটিই কাছে। এমনকি স্টেশনেও TTE থাকেন। যারা প্লার্টফর্ম টিকিট চেক করে থাকেন।

কিন্তু কখনও ভেবে দেখেছেন কীভাবে টিটিই বা টিসি হওয়া যায়? এর জন্যে কি পড়াশুনাই বা করতে হয়? বিশেষ করে এই মুহূর্তে যারা চাকরি খুঁজছেন তাঁদের কাছে TTE কিংবা টিসি'র চাকরি বিকল্প হতেই পারে। কারণ ভারতীয় রেলের এই চাকরি অন্যতম নিশ্চিত সরকারি চাকরিগুলির মধ্যে একটি।

কীভাবে TTE চাকরি পাওয়া যায়? এমনকি বেতন স্কেল কেমন হয়? সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল-

কোন যোগ্যতার প্রয়োজন হয়

কোন যোগ্যতার প্রয়োজন হয়

টিটিই/টিসি হতে (How to become a TTE in Railway) গেলে অবশ্যই আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। যে কোনও বিষয়ে ক্লাস ১২ পাশ করতে হবে। এমনকি যে কোনও অনুমোদন রয়েছে এমন বোর্ড থেকে পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। তবে ৫০ শতাংশ নম্বর অঙ্কে পাওয়া বাধ্যতামূলক। তবে নুন্যতম ১৮ বছর থেকে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবে। সর্বোচ্চ ৩০ বছর করা যায় এই পদের জন্য আবেদন।

কীভাবে TT হওয়া যায়

কীভাবে TT হওয়া যায়

টিটিই/টিসি পদে নিয়োগের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি পরীক্ষা নেয়। আর এই পরীক্ষাতে ভারতীয় নাগরিক ক্লাস ১২ পাশ করেছেন এমন সবাই বসতে পারেন। পরীক্ষার জন্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের উপর রেজিস্ট্রেশন করতে হয়। লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। বোর্ডের পরীক্ষাতে (RailwayTTE Exam Pattern) ২০০ নম্বরের অঙ্ক থাকে। সাধারণ সচেতনতা, পাটিগণিত, প্রযুক্তিগত ক্ষমতা, যুক্তির ক্ষমতা এবং জেনারেল ইন্টিলিজেন্স থেকে 40-40 নম্বরের প্রশ্ন করা হয় ক্লাস ১২ এর স্তরেই এই ক্ষেত্রে থাকে বলে জানা যাচ্ছে।

কীভাবে বেছে নেওয়া হয়

কীভাবে বেছে নেওয়া হয়

লিখিত পরীক্ষার (RailwayTTE Selection Process) পর একটি ইন্টারভিউ নেওয়া হয়। দুটিও পরীক্ষাকেই ক্লিয়ার করতে হবে। এরপর যোগ্য প্রার্থীকে মেডিক্যাল পরীক্ষার জন্যে ডাকা হবে। আর সেই পরীক্ষাতে পাশ করলেই TTE হিসাবে বেছে নেওয়া হবে। এরপর সে কাজে যোগ দিতে পারবেন।

বেতন-

বেতন-

টিটি হিসাবে (Railway TT Salary) যোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হয়। TTE/TC 5,200-20,200 + 1800 গ্রেড পে স্কেলে প্রদান করা হয়। যার অধীনে, শুরুতে, মূল বেতন এবং সমস্ত ভাতা সহ প্রতি মাসে প্রায় ₹ 36000 বেতন দেওয়া হয়

English summary
How to Become a TTE: how to apply for the post of TTE in Indian Railway, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X