For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

PM Rojgar Mela 2022 : পিএম রোজগার মেলাতে কীভাবে আবেদন করবেন? ১০ লাখ চাকরির সুযোগ

PM Rojgar Mela 2022 : পিএম রোজগার মেলাতে কীভাবে আবেদন করবেন? ১০ লাখ চাকরির সুযোগ

  • |
Google Oneindia Bengali News

PM Rojgar Mela 2022 : দেশের বেকারত্ব ইস্যুতে বারবার প্রশ্ন তুলেছিল বিরোধীরা! সেখানে দাঁড়িয়ে অক্টোবর মাসে PM Rojgar Mela লঞ্চ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে বিভিন্ন সরকারি মন্ত্রক এবং বিভাগে ১০ লাখ নিয়োগ হবে। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে প্রথমেই 75000 যুবকের হাতে অফার লেটার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর কিছুদিন পর ফের একবার সিআইএসএফ সহ অন্যান্য বিভাগেও চাকরির অফার লেটার তুলে ধরেছেন। সরকারের টার্গেট আগামী ১৮ মাসের মধ্যে ১০ লাখ যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করা। আর সেই সংক্রান্ত বিষয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন সরকারি আধিকারিকরা। এমনকি এই রোজগার মেলা থেকে বাংলার বহু যুবক-যুবতীও কাজ পেয়েছেন বলেও খবর। ফলে এই PM Rojgar Mela সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হল।

২০২৩ সালের মধ্যে নিয়োগ শেষ করা হবে

২০২৩ সালের মধ্যে নিয়োগ শেষ করা হবে

প্রধানমন্ত্রী মোদী সবথেকে প্রথমে জুন ২০২২ সালে রোজগার মেলা নিয়ে সমস্ত মন্ত্রক এবং বিভাগকে নির্দেশ দেন। রোজগার মেলার মধ্যে ৩৮ টি মন্ত্রক এবং বিভাগকে এই নিয়োগ হচ্ছে। এই নিয়োগ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, আয়কর দফতর সহ বিভিন্ন বিভাগে এই নিয়োগ করা হচ্ছে। রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের গ্রুপ এ ক্যাটাগরিতে মোট পদ ২৩৮৬ টি, গ্রুপ বি ২৫ হাজার ৮৩৬ জন, গ্রুপ সি'তে 7.6 লাখ শূন্যপদে এই নিয়োগ করা হবে। যা আগামী ২০২৩ সালের মধ্যে নিয়োগ শেষ করা হবে। বিভিন্ন সরকারি দফতরে মোট ১০ হাজার পদ সম্মিলিতভাবে পূরণ করা হবে।

PM Rojgar Mela-তে কীভাবে আবেদন?

PM Rojgar Mela-তে কীভাবে আবেদন?

প্রধানমন্ত্রী রোজগার মেলা'র সমস্ত তথ্য ইউপিএসসি, এসএসসি'র মতো বোর্ডের থেকে সমস্ত তথ্য পাওয়া যাবে-

নিয়োগ সংক্রান্ত বোর্ডের ওয়েবসাইটে PM Rojgar Mela-২০২২ এর লিঙ্ক পাওয়া যাবে। আর তাতে রেজিস্ট্রেশন লিঙ্ক পাওয়া যাবে।

আর সেই রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে আবেদনকারীকে।

PM Rojgar Mela-তে কারা আবেদন করতে পারবেন?

PM Rojgar Mela-তে কারা আবেদন করতে পারবেন?

প্রধানমন্ত্রী রোজগার মেলার জন্যে আবেদন করতে হলে নুন্যতম ১৮ বছর থেকে আবেদন করা যাবে। সর্বো চ্চ ২৯ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

তবে এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। তবে আবেদনকারীর যাতে কোনও ভাবে ক্রাইম রেকর্ড না থাকে। সেটি নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যদিকে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ এবং ১২ পাশ করতেই হবে। এছাড়াও যে বিষয়ে আবেদন করতে চাইছে সে বিষয়ে বিস্তারিত পড়াশুনা আবেদনকারীকে থাকতে হবে বলে জানা যাচ্ছে।

কলকাতা বন্দরে সরকারি চাকরি, বেতন শুরুতেই ৩০ হাজার টাকা কলকাতা বন্দরে সরকারি চাকরি, বেতন শুরুতেই ৩০ হাজার টাকা

English summary
how to apply for PM rojgar mela 2022 , scope for recruitment of 10 lakh students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X