For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সঙ্কটে ভারতে ওয়ার্ক ফ্রম হোমের নিয়োগ বাড়ছে, বলছে নতুন সমীক্ষা

করোনা সঙ্কটে ভারতে ওয়ার্ক ফ্রম হোমের নিয়োগ বাড়ছে, বলছে নতুন সমীক্ষা

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস, লকডাউন ও মহামারি এই তিনের মিলন মানুষের জীবনে আমূল পরিবর্তন এনেছে। অফিস সংস্কৃতি ছেড়ে এখন কর্মীরা বাড়ির আবহেই দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার এক নতুন রিপোর্টে বলা হয়েছে, ভারতে দূরবর্তী চাকরির নিয়োগ গত কয়েক বছরে বেড়েছে এবং প্রাক–কোভিড স্তরে ওয়ার্ক ফ্রম হোমের চাহিদাও তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

করোনা সঙ্কটে ভারতে ওয়ার্ক ফ্রম হোমের নিয়োগ বাড়ছে, বলছে নতুন সমীক্ষা


দূরবর্তী কাজে দেখা গিয়েছে যে অনেক কর্মচারী যাতায়াতের সময় সাশ্রয় সহ তাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনের উপর আরও নমনীয়তা এবং নিয়ন্ত্রণ উপভোগ করতে ফলস্বরূপ, পূর্ব কোভিড সময়ের তুলনায় গত কয়েক মাসে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ সাতগুণ বৃদ্ধি । দেশের শীর্ষ চাকরির পোর্টাল নকরি ডট কমের পক্ষ থেকে বলা হয়েছে, '‌দূরবর্তী চাকরির নিয়োগের ক্ষেত্রেও প্রগতি বৃদ্ধি পেয়েছে এবং এই বছরের প্রাক কোভিড স্তরের তুলনায় তা তিনগুণ বেড়েছে।’

এমনকি বিশ্বব্যাপী মহামারির ফল হিসাবে ওয়ার্ক ফ্রম হোমে চাকরির শতাংশের অবদান ২০২০ বনাম ২০১৯ সালে চারগুণ বেড়েছে। নকরি ডট কম প্ল্যাটফর্মে শেষ পাঁচমাস চাকরি প্রার্থীরা '‌ওয়ার্ক ফ্রম হোম’ এই কীওয়ার্ডটি সর্বাধিক বেশি সন্ধান করেছে। নকরি ডট কমের মুখ্য বিজনেস অফিসার পবন গোয়েল বলেন, 'এটা আরও আকর্ষণীয় যে ঐতিহ্যগত, অফিস ভিত্তিক পরিবেশ বা সেলস/‌বাণিজ্যের বিকাশ ও কাস্টমার কেয়ার এজেন্টদের জন্যও ওয়ার্ক ফ্রম হোমের বিকল্প রাখা হয়েছে।’‌‌ দূরবর্তী চাকরির নিয়োগের ক্ষেত্রে প্রায় অর্ধেক বিপিও / আইটিইএস খাত থেকে আসে, যার ফলে ইন্ডাস্ট্রির ক্ষমতা বৃদ্ধি পায় বাড়ি বসে কাজের মাধ্যমে। অন্যদিকে, আইটি-সফ্টওয়্যার, শিক্ষা / শিক্ষাদান এবং ইন্টারনেট / ই-বাণিজ্য এক চতুর্থাংশ অবদান রাখে ওয়ার্ক ফ্রম হোমে।‌ ‌

English summary
hiring work from home in india is on the rise during coronavirus pandemic says a new study
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X