For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

High Paid Jobs: ক্লাস ১২ এর পর করে ফেলতেই পারেন এই কোর্সগুলি! হাতেনাতে মিলবে লক্ষাধিক বেতন

উচ্চমাধ্যমিক কিংবা ক্লাস ১২ এর পরীক্ষার পর অনেক ক্ষেত্রে সমস্যা হয় ঠিক কোন ক্ষেত্রে পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে। কারণ এই সময়টা কেরিয়ার তৈরির জন্যে খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আবার পছন্দের বিষয়টিও মাথায় রাখতে হয়। ফল

  • |
Google Oneindia Bengali News

Top Diploma Courses After 12th: উচ্চমাধ্যমিক কিংবা ক্লাস ১২ এর পরীক্ষার পর অনেক ক্ষেত্রে সমস্যা হয় ঠিক কোন ক্ষেত্রে পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে। কারণ এই সময়টা কেরিয়ার তৈরির জন্যে খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আবার পছন্দের বিষয়টিও মাথায় রাখতে হয়। ফলে এই সময়টা খুবই গুরত্বপূর্ণ পড়ুয়াদের কাছে।

তবে আজ এই প্রতিবেদনে এমন কিছু কোর্স কিংবা অপশনের কথা আলোচনা করব তা কেরিয়ারকে (Top Diploma Courses) আরও উন্নত করতে সাহায্য করবে। শুধু তাই নয়, লক্ষাধিক টাকার বেতন পর্যন্ত পাওয়া যেতে পারে কর্মজীবনে। যা ব্যবসাতেও সহজে করা সম্ভব নয়। ফলে এড়িয়ে না গিয়ে গোটা প্রতিবেদনটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

মাথায় রাখতে হবে ক্লাস ১২ এর পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সমস্ত সিদ্ধান্ত ভেবে চিনতে নিতে হবে সমস্ত্য পরীক্ষার্থীকেই।

নার্সিং কিংবা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা-

নার্সিং কিংবা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা-

মেডিক্যাল নিয়ে পড়াশুনার খরচ অনেক বেশি হয়ে থাকে। কিন্ত্য একবার ডাক্তার হয়ে গেলে মোটা অঙ্কের রোজগার। তবে যদি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি কেরিয়ার করার ইচ্ছা থাকে তাহলে নার্সিং কিংবা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা করে নিতে পারেন। এর সুবিধা হল, পড়াশুনা শেষ নিজের একটা ক্লিনিক খুলে নিতে পারবেন। শুধু তাই নয়, কোনও হাসপাতালের সঙ্গে যুক্ত হয়েও এই কাজ করতে পারবেন। এমনকি চাকরি করতে করতেও এই কাজ করা যেতে পারে। ফলে একটা ডিপ্লোমা করে রাখতেই পারেন।

ডিজাইনিংয়ে ডিপ্লোমা-

ডিজাইনিংয়ে ডিপ্লোমা-

জীবনে নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন! এমনকি আপনার তৈরি কাজ মানুষের ভালো লাগে? তাহলে ডিজাইনিংয়ের দিকে এগোতে পারেন। যেমন ফ্যাশন ডিজাইনিং, ইন্টিরিয়র ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং কিংবা গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপর কোনও একটা ভালো কোর্স করে নিতেই পারেন। আর তা দিয়ে ফ্রিলান্স কিংবা সম্পূর্ণ সময়ের কাজ করতেই পারেন। এমনকি বড় সংস্থাতেও এই সমস্ত কাজের যথেষ্ট চাহিদা আছে। এমনকি বিদেশেও ডিজাইনিংয়ের বেশ চাহিদা আছে। ফলে নিজেও এই সংক্রান্ত বিষয়ে নিজেই ব্যবসা খুলে কাজ শুরু করতে পারবেন।

ট্রান্সলেটার হিসাবে কাজ করতে পারেন-

ট্রান্সলেটার হিসাবে কাজ করতে পারেন-

দেশে বিভিন্ন ভাষার অনুবাদকের বেশ চাহিদা রয়েছে। বিভিন্ন ভাষার অনুবাদক হিসাবে কাজ করে মোটা অঙ্কের বেতন পাওয়া যায়। সরকারি ক্ষেত্রে তো বটেই, বেসরকারি ক্ষেত্রেও বেশ চাহিদা আছে অনুবাদকের। অনুবাদক হিসাবে চাইনিজ, স্পেনিস এবং ফ্রেঞ্চের বেশ চাহিদা আছে। ফলে নিজের মাতৃভাষার বাইরে একাধিক ভাষা শিখেও মোটা অঙ্কের রোজগার সহজেই করতেই পারেন।

English summary
to get salary in lakh complete this course, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X