For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাস্থ্য দফতরে নিয়োগ, আবেদন করতে পারবেন মাধ্যমিক যোগ্যতার প্রার্থীরা

স্বাস্থ্য দফতরে নিয়োগ, আবেদন করতে পারবেন মাধ্যমিক যোগ্যতার প্রার্থীরা

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের স্বাস্থ্য দফতরে (Health Dept) নিয়োগের বিজ্ঞপ্তি। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ( Health recruitment board ) মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে নার্সিং কলেজ (Nursing College) এবং ট্রেনিং স্কুলগুলিতেওয়ার্ডেন (warden) নিয়োগ করা হবে। সেখানে মাধ্যমিক যোগ্যতার চাকুরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

আপাতত আংশিক সময়ের জন্য নিয়োগ করা হলেও, প্রয়োজনে তার সময়সীমা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। যে ১৬৫ জন ওয়ার্ডেন নিয়োগের কথা বলা হয়েছে, তাঁদের মধ্যে মহিলা ১৫৯ জন। এঁদের মধ্যে অসংরক্ষিত ৮১, তফশিলি জাতি ও উপজাতি যথাক্রমে ৩৫ ও ১০, ওবিসি এ ১৬, ওবিসি বি ১২ এবং শারীরিক প্রতিবন্ধী ৫। অন্যদিকে ৬ পুরুষ ওয়ার্ডেনের মধ্যে অসংরক্ষিত ৩, তফশিলি জাতি, উপজাতি, ওবিসি এ ১ জন করে।

 যোগ্যতা

যোগ্যতা

আংশিক সময়ের এই সরকারি চাকরির জন্য যোগ্যতা মাধ্যমিক কিংবা সমতুল পাশ।

 বয়সসীমা

বয়সসীমা

আবেদনকারীর বয়সসীমা ১৯৮২-র ১ জানুয়ারি থেকে ২০০৪ সালের ১ জানুয়ারির মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

বেতন

বেতন

পে ব্যান্ড টু অনুযায়ী ৫৪০০ থেকে ২৫২০০ টাকা। গ্রেড পে ২৬০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে অন্য ভাতাও।

আবেদনের ফি

আবেদনের ফি

এর জন্য আবেদন করতে গেলে ফি লাগবে ১৬০ টাকা। তবে তা গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা রয়েছে। রাজ্যের তফশিলি জাতি, উপজাতি কিংবা শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://www.wbhrb.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। ৩০ জুন দুপুর একটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

English summary
Health recruitment board will recruit warden for nursing college and training schools
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X