For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাড়ে ১১ হাজার চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করবে স্বাস্থ্য দফতর! জারি হল নির্দেশিকা

ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে কোথাও উন্নত চিকিৎসা পরিষেবা দিতে আবার কোথাও তা বজায় রাখতে নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের (health dept) তরফে। প্রায় সাড়ে ১১ হা

  • |
Google Oneindia Bengali News

ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে কোথাও উন্নত চিকিৎসা পরিষেবা দিতে আবার কোথাও তা বজায় রাখতে নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের (health dept) তরফে। প্রায় সাড়ে ১১ হাজারের মতো নিয়োগের কথা বলা হয়েছে। তবে এর সবটাই হবে চুক্তি ভিত্তিক।

 ১১৫২১ টি পদে নিয়োগ

১১৫২১ টি পদে নিয়োগ

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তবে এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দ অনুযায়ী এই নিয়োগ করা হয়েছে। নির্দেশিকায় ১১৫২১ টি পদে নিয়োগের কথা বলা হয়েছে। এই তালিকায় চিকিৎসক, নার্স ছাড়াও মহারামীর বিশেষজ্ঞ, করণিক, ল্যাব টেকনিশিয়ান এবং সাফাইকর্মী পদে লোক নেওয়া হবে। জাতীয় স্বাস্থ্য কমিশনের বেঁধে দেওয়া রেট অনুযায়ী বেতন দেওয়া হবে।

কোথায় কত নিয়োগ

কোথায় কত নিয়োগ

১১৫২১ জনের মধ্যে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১৭১০ জন, বিভিন্ন শহরের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ৭৪৩৫ জন এবং শহরগুলির পলিক্লিনিকগুলিতে ২৩৭৬ জনকে নিয়োগ করা হবে।

চিকিৎসক ও নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা

চিকিৎসক ও নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের সংখ্যা

১১৫২১ জনের মধ্যে চিকিৎসকের পদ রয়েছে ২৬৭৫ টি। নার্স ১৭৮৪, মহামারী বিশেষজ্ঞ ৩৪২, ল্যাব টেকনিশিয়ান ৬৮৪, করণিক ৩২৭১, সাফাই কর্মী ২৯৭ জন। এছাড়াও রয়েছেন ব্লক ডেটা ম্যানেজার, এএনএম কর্মী এবং কাউন্সেলরের পদও।

রাজ্য মন্ত্রিসভার নিয়োগের সিদ্ধান্ত

রাজ্য মন্ত্রিসভার নিয়োগের সিদ্ধান্ত

দিন কয়েক আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চুক্তিভিত্তিক এই নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। এরপর বৃহস্পতিবার নির্দেশিকা জারি করা হয়েছে। সাধারণভাবে রাজ্যে টেলিমেডিসিন চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিটি স্তরে এখন ননকমিউনিকেবল ডিজিজের চিকিৎসায় জোর দেওয়া হচ্ছে। সেই কারণে ব্লক থেকে শুরু করে, শহরের স্বাস্থ্য কেন্দ্র এবং পলিক্লিনিক সুষ্ঠুভাবে চালাতে কর্মী নিয়োগ করা হচ্ছে। তবে কোন কেন্দ্রে কত পদ কিংবা কত কর্মী নিয়োগ করা হবে, তা পরে জানানো হবে।

চলছে তীব্র তাপপ্রবাহ! ওড়িশা-দিল্লি-সহ ৫ রাজ্যে কমলা সতর্কবার্তা আবহাওয়া দফতরেরচলছে তীব্র তাপপ্রবাহ! ওড়িশা-দিল্লি-সহ ৫ রাজ্যে কমলা সতর্কবার্তা আবহাওয়া দফতরের

English summary
Health Dept will recruit morte than 11 thousand contractual staffs including Doctors and Nurses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X