For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ শীঘ্র

রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ শীঘ্র

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্র প্রকাশ করা হবে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তাও জানানো হবে। তার আগে প্রার্থীদের সম্ভাব্য শিক্ষাগত যোগ্য ও বয়সের সীমা নিয়ে একটি আভাস দেওয়া হল। এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ শীঘ্র

কোন শূন্যপদ : পঞ্চায়েত সহায়ক

কত শূন্যপদ : শীঘ্র জানানো হবে

কোথায় শূন্যপদ : রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে।

কোথা থেকে আবেদন : রাজ্যের সব জেলা থেকে আবেদন করা যাবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে।

২) ডব্লুবিবিএসই বা অন্যান্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণি পাস হতে হবে।

৩) মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।

বয়সের সীমা
১) জেনারেল - ১৮ থেকে ৪০ বছর।

২) ওবিসি - ১৮ থেকে ৪৩ বছর।

৩) এসসি/এসটি - ১৮ থেকে ৪৫ বছর।

৪) শারীরিক প্রতিবন্ধী - ১৮ থেকে ৪৫ বছর।

আবেদনের ফি : এখনও কিছু জানানো হয়নি।

বেতন
১) পে লেভেল - ০৫

২) নতুন বেসিক - ২১০০০ টাকা

৩) এইচআরএ - ২৫২০ টাকা (বেসিকের ১২ শতাংশ)

৪) ডিএ - ৬৩০ টাকা (২০২১ সালের জানুয়ারি থেকে ঘোষিত ৩ শতাংশ)

৫) মেডিক্যাল - ৫০০ টাকা

৬) গ্রস - ২৪,৬৫০ টাকা

৭) হাতে পৌঁছবে - ২৩,২৪০ টাকা

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা (৮৫ নম্বর)

২) ভাইভা-ভয়েস টেস্ট (১৫ নম্বর)।

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।

২) বিস্তারিত জানতে সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।

৩) রাজ্যের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির ওয়েবসাইটে আর কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

English summary
Gram Pnachayet Sahayak will be recruited in various districts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X