For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Govt Teacher Job: ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ, রইল সমস্ত বিস্তারিত তথ্য

প্রাথমিক শিক্ষক (DSE Odisha) পদের জন্যে ব্যাপক নিয়োগ করবে। ইতিমধ্যে নিয়োগ (DSE Odisha Recruitment 2022) সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে আবেদনের জন্যে বলা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

DSE Odisha Recruitment 2022: শিক্ষক পদের জন্যে (Govt Teacher Job) ব্যাপক চাকরির সুযোগ। ওডিশাতে (DSE Odisha Recruitment 2022) শিক্ষক পদের জন্যে ব্যাপক নিয়োগের সিদ্ধান্ত।

Directorate of Secondary Education Odisha প্রাথমিক শিক্ষক (DSE Odisha) পদের জন্যে ব্যাপক নিয়োগ করবে। ইতিমধ্যে নিয়োগ (DSE Odisha Recruitment 2022) সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে আবেদনের জন্যে বলা হয়েছে।

অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে

অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে

অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত আবেদন (DSE Odisha Recruitment 2022) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। DSE Odisha-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে বিস্তারিত ভাবে আবেদন করা যাবে। ওয়েবসাইটি হল- dseodisha.in। এছাড়াও ইচ্ছুক প্রার্থী এই লিঙ্কে- https://dseodisha.in/ ক্লিক করেও আবেদন জানাতে পারবেন। আবেদনের আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিন।

শেষ তারিখ ৩১ জানুয়ারি।

শেষ তারিখ ৩১ জানুয়ারি।

বিজ্ঞপ্তিটি দেখতে হলে এই লিঙ্কে- https://dseodisha.in/pdf_2022/Advertisement_for_Recruitment - ক্লিক করে দেখতে ( Recruitment 2022) পারবেন। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য সেখানে দেওয়া রয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের (job at odisha) শেষ তারিখ ৩১ জানুয়ারি। এরপর আবেদন করলে (Govt Teacher Job) মোটেও গ্রাহ্য হবে। ফলে অবশ্যই বিজ্ঞপ্তিটি বিস্তারিত পড়ে সঠিক সময়ে এই পদে আবেদন করুন।

কোন পদের জন্যে কত নিয়োগ

কোন পদের জন্যে কত নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১১ হাজার ৪০৩টি শূন্যপদের (Govt Teacher Job) জন্যে এই নিয়োগ করা হবে। TGT কলা'তে শূন্যপদের সংখ্যা ৩৩০৮ টি, TGT- সাইন্স পদের জন্যে শূন্যপদের সংখ্যা- ৩৯১৪ টি। হিন্দি শিক্ষক হিসাবে ১৭৫৩ জনকে নিয়োগ করা হবে। সংস্কৃত শিক্ষক পদের জন্যে মোট ১১৮৮ জনকে নিয়োগ করা হবে। তেলেগু শিক্ষক হিসাবে ২২ জনকে নিয়োগ করা হবে। শারীরিক শিক্ষক হিসাবে মোট ১২১৮ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

একাধিক পদের জন্যে নিয়োগ (DSE Odisha Recruitment 2022) করা হবে। নিয়োগ হবে একাধিক বিষয়ের উপরেও। ফলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে আবেদনকারী নুন্যতম গ্যাজুয়েট থাকতেই হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভালো ভাবে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

কীভাবে নিয়োগ

কীভাবে নিয়োগ

এই নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার আধারিত প্রতিযোগিতার পরিক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এই পদের জন্যে বেছে নেওয়া হবে। এমনটাই জানা যাচ্ছে।

English summary
Govt Teacher Job January 2022: job at DSE Odisha details in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X