For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Job News: রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়ামে নিয়োগের বিজ্ঞপ্তি! প্রতিমাসে মিলবে ২৫ হাজার টাকা করে

Job News: রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়ামে নিয়োগের বিজ্ঞপ্তি! প্রতিমাসে মিলবে ২৫ হাজার টাকা করে

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান পেট্রোলিয়ামে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে বেশ কয়েকজনকে নিয়োগের কথা বলা হয়েছে। উল্লিখিত যোগ্যতার যে কোনও ভারতীয় এব্যাপারে আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা ও বয়সসীমা

শূন্যপদের সংখ্যা ও বয়সসীমা

শূন্যপদের সংখ্যা ১০০। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রেন্টিস হিসেবে এই নিয়োগ করা হবে। ২০২৩-এর ৭ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

 যোগ্যতা

যোগ্যতা

ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ মেকানিকাল/ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ইনস্ট্রুমেন্টেশন/ সিভিল/কেমিক্যাল/ পেট্রোকেমিক্যাল/ সেফটি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফর্মেশন টেকনোলজি/ ফুড টেকনোলজি/ অয়েল টেকনোলজি/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকরা আবেদন জানাতে পারবেন। তবে তফশিলি জাতি-উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর থাকলেও আবেদন করতে পারবেন।

বেতন

বেতন

এই পদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের প্রতিমাসে স্টাইপেন্ড মিলবে ২৫ হাজার টাকা করে।

 কী ভাবে আবেদন

কী ভাবে আবেদন

অনলাইনে এই আবেদন করতে হবে। https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action-এ গিয়ে এই আবেদন করতে হবে। আবেদনকারীর অবশ্যই বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন করা যাবে ১৪ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে। তবে আবেদনকারীদের কাছে অনুরোধ আবেদন করার আগে নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নেবেন।

Amit Shah: ভারতের সশস্ত্র স্বদেশী আন্দোলনকে ইতিহাসে গুরুত্ব দেওয়া হয়নি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অমিত শাহেরAmit Shah: ভারতের সশস্ত্র স্বদেশী আন্দোলনকে ইতিহাসে গুরুত্ব দেওয়া হয়নি, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অমিত শাহের

English summary
Govt of India undertaking Hindustan Petrolium graduate apprentices on the basis of apprentice Act.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X