For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাধ্যমিক পাশ করার পরেই সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ! রইল সমস্ত তথ্য

সরকারি চাকরি করতে প্রত্যেকেই চান। কারণ সে ক্ষেত্রে বেতন ও পেনশন দুই ব্যাপারেই নিশ্চিন্ত হওয়া যায়। আর মাধ্যমিক পাশ করার পরই যদি সেরকম একটি চাকরি পাওয়া যায়, তাহলে তো খুবই ভাল। সেরকমই একচি সুযোগ দিচ্ছে বর্ডার রোড অর্গানাইজে

  • |
Google Oneindia Bengali News

সরকারি চাকরি করতে প্রত্যেকেই চান। কারণ সে ক্ষেত্রে বেতন ও পেনশন দুই ব্যাপারেই নিশ্চিন্ত হওয়া যায়। আর মাধ্যমিক পাশ করার পরই যদি সেরকম একটি চাকরি পাওয়া যায়, তাহলে তো খুবই ভাল। সেরকমই একচি সুযোগ দিচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন (Border Road Organisation)।

মোট ৩০২ টি পদে চলছে নিয়োগ। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া। কোথায়, কী ভাবে আবেদন করবেন, জেনে নিন। বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে আলোচনা ক রা হল। তবে আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

কাদের জন্য কতগুলি শূন্যপদ

কাদের জন্য কতগুলি শূন্যপদ

এই চাকরিতে মোট শূন্যপদের সংখ্যা ৩০২ টি। মাল্টি-স্কিলড ওয়ার্কার (মেসন) পদে রয়েছে ১৪৭ শূন্যপদ। জেনারেলদের ক্ষেত্রে জন্য ২৬ টি আসন সংরক্ষিত রয়েছে, তফশিলি জাতির জন্য ৩০ টি ও তফশিলি উপজাতির জন্য ১৫ টি আসন সংরক্ষিত রয়েছে। এ ছাড়া ওবিসিদের জন্য, ৫৬ টি ও আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য মোট ২০ টি শূন্যপদ রয়েছে।

জরুরি তথ্য

জরুরি তথ্য

এ ছাড়া মাল্টি-স্কিলড ওয়ার্কার (নার্সিং অ্যাসিসটেন্ট) পদে ১৫৫ টি পদে নিয়োগ করা হবে। জেনারেলদের জন্য ৫৬ টি শূন্যপদ, তফশিলি জাতির জন্য ২৬ টি, তফশিলি উপজাতির জন্য ১৩ টি আসন সংরক্ষিত রয়েছে। ওবিসি-দের জন্য ৪৪ টি ও আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য মোট ১৬ টি শূন্যপদ রয়েছে।

কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা :

কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা :

রাজমিস্ত্রি বা 'মেসন' পদের জন্য চাকরি প্রার্থীকে কোনও অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ব্লিডিং তৈরির প্রশিক্ষণ নেওয়া থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আর নার্সিং অ্যাসিসটেন্ট পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। নার্সিং সংক্রান্ত ট্রেনিং-এর একটি সার্টিফিকেট কোর্স করা থাকলে ভাল হয়।

 বয়সসীমা :

বয়সসীমা :

রাজমিস্ত্রি হতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ১৮ থেকে ২৭ বছর বয়সীরা নার্সিং অ্যাসিসটেন্টের জন্য আবেদন করতে পারবেন।

কত টাকা আবেদন মূল্য :

কত টাকা আবেদন মূল্য :

জেনারেল, ওবিসি, আর্থিকভাবে দুর্বল শ্রেণির ক্ষেত্রে আবেদনকারীদের ৫০ টাকা দিতে হবে। তফশিলি জাতি ও উপজাতির জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। ২২ জুনের মধ্যে আবেদন করতে হবে।

 নির্বাচনের পদ্ধতি :

নির্বাচনের পদ্ধতি :

শারীরিক ক্ষমতা দেখার জন্য একটা পরীক্ষা নেওয়া হবে। প্র্য়াকটিক্যাল পরীক্ষা (ট্রেড টেস্ট) হবে ও একটি লিখিত পরীক্ষা হবে। সেখান থেকেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

 বেতন :

বেতন :

বেতন হতে পারে ১৮ হাজার থেকে ৫৬ হাজার ৯০০ টাকা।

English summary
govt jobs 2022: You can get government job after Madhyamik passed in BRO, know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X